ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মিসাইল দুটি নির্ধারিত কক্ষপথ অনুসরণ করে নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানে (Successful flight-tests of Pralay missile)। এই সফল পরীক্ষাগুলিতে উপস্থিত ছিলেন DRDO-র গুরুত্বপূর্ণ বিজ্ঞানীরা, ভারতীয় বিমান বাহিনী ও স্থল বাহিনীর প্রতিনিধিরা, এবং শিল্প সংস্থাগুলির প্রতিনিধিরাও।
টানা দুইদিন সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ (Successful flight-tests of Pralay missile)
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) ২০২৫ সালের ২৮ ও ২৯ জুলাই ওড়িশার উপকূল সংলগ্ন ডঃ এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘প্রলয়’ মিসাইলের পরপর দু’টি সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে। এই উৎক্ষেপণ ছিল ব্যবহারকারী মূল্যায়ন পরীক্ষা (User Evaluation Trials)-এর অংশ (Successful flight-tests of Pralay missile)। পরীক্ষায় মিসাইলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পাল্লার কার্যক্ষমতা যাচাই করা হয়েছে।
মিসাইল দুটি নির্ধারিত কক্ষপথ অনুসরণ করে নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানে। পরীক্ষার সব লক্ষ্য পূরণ হয়েছে। সমস্ত সাব-সিস্টেম প্রত্যাশা অনুযায়ী কাজ করেছে, যা বিভিন্ন ট্র্যাকিং সেন্সরের মাধ্যমে যাচাই করা হয়েছে। পরীক্ষার সময় ব্যবহৃত হয়েছে Integrated Test Range (ITR)-এর সেন্সর ও উপকরণ, যার মধ্যে ছিল লক্ষ্যের কাছে মোতায়েন একটি জাহাজের যন্ত্রপাতিও।
আরও পড়ুন: Military Operation : ভারতীয় সেনার ১০টি দুঃসাহসিক সামরিক অভিযান!
দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র (Successful flight-tests of Pralay missile)
‘প্রলয়’ হল কঠিন জ্বালানি চালিত, আধা-ব্যালিস্টিক (quasi-ballistic) ক্ষেপণাস্ত্র। এটি দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে (Successful flight-tests of Pralay missile)। অত্যাধুনিক নির্দেশ ও নেভিগেশন ব্যবস্থার মাধ্যমে এটি অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম। এই মিসাইল বিভিন্ন ধরনের ওয়ারহেড বহনে সক্ষম এবং বহু প্রকার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
এই প্রকল্পটি গবেষণা কেন্দ্র ইমারত (Research Centre Imarat) DRDO-র অন্যান্য গবেষণাগার যেমন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি, অ্যাডভান্সড সিস্টেমস ল্যাবরেটরি, আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট, হাই এনার্জি ম্যাটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি, ডিফেন্স মেটালার্জিক্যাল রিসার্চ ল্যাবরেটরি, টার্মিনাল ব্যালিস্টিক্স রিসার্চ ল্যাবরেটরি, R&D Establishment (Engineers), ITR প্রমুখ সংস্থার সহযোগিতায় তৈরি হয়েছে। এই প্রকল্পে অংশ নিয়েছে ভারত ডাইনামিক্স লিমিটেড, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সহ বিভিন্ন শিল্প সংস্থা ও MSME।
আরও পড়ুন: Pahalgam Attack: পহেলগাঁও-কাণ্ডে জড়িত জঙ্গিরা পাকিস্তানের বাসিন্দা! প্রমাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
সেনা ও শিল্প প্রতিনিধিদের উপস্থিতিতে পরীক্ষা
এই সফল পরীক্ষাগুলিতে উপস্থিত ছিলেন DRDO-র গুরুত্বপূর্ণ বিজ্ঞানীরা, ভারতীয় বিমান বাহিনী ও স্থল বাহিনীর প্রতিনিধিরা, এবং শিল্প সংস্থাগুলির প্রতিনিধিরাও।
প্রতিক্রিয়া জানালেন প্রতিরক্ষামন্ত্রী ও DRDO প্রধান
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং DRDO, সশস্ত্র বাহিনী এবং শিল্প সংস্থাগুলিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই মিসাইল ভবিষ্যতে হুমকির মোকাবিলায় ভারতীয় সেনার প্রযুক্তিগত ক্ষমতা আরও বাড়াবে।
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন দপ্তরের সচিব ও DRDO-র চেয়ারম্যান ডঃ সমীর ভি কামাত সফল উৎক্ষেপণের জন্য সংশ্লিষ্ট দলগুলিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই প্রথম পর্যায়ের পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার ফলে খুব শীঘ্রই এই মিসাইল ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারে যুক্ত হতে চলেছে।