Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উৎসবের মরশুম প্রায় শেষের মুখে। যদিও এখনও আলোর উৎসব দীপাবলি বাকি। হাতে গোনা আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে দীপাবলি, দিওয়ালি। উৎসবের মরশুমের এই আবহে টিকিট বিক্রি নিয়ে বড় সিদ্ধান্ত ভারতীয় রেলওয়ে। আগামী ৬ নভেম্বর পর্যন্ত বিক্রি করা হবে না কোনও প্ল্যাটফর্ম টিকিট। তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র নেওয়া হয়েছে নর্থান রেলওয়ের তরফে।
সূত্রের খবর, অত্যাধিক ভিড়ের কারণে আপাতত নয়া দিল্লি, পুরনো দিল্লি, হজরত নিজামুদ্দিন, আনন্দ বিহার ও দিল্লি সরাই রোহিল্লা রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বন্ধ রাখা হচ্ছে। গাজিয়াবাদ স্টেশনেও প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ রাখা হচ্ছে। আগামী ৬ নভেম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিট বিক্রি করা হবে না। দীপাবলি ও ছট পুজো উপলক্ষে পরিযায়ী শ্রমিকদের বিশাল ভিড়ের জন্যই এই সিদ্ধান্ত। তবে প্রবীণ নাগরিক, অজ্ঞ ও মহিলা যাত্রীদের এই নিয়ম থেকে ছাড় দেওয়া হয়েছে।
আরও পড়ুন: https://tribetv.in/india-government-to-conduct-national-census-after-four-year-delay/
উৎসবের মরশুমে বিভিন্ন দূরপাল্লার ট্রেন ধরতে ব্যাপক ভিড় হচ্ছে স্টেশনগুলিতে। সে কথা মাথায় রেখে নর্থান রেলওয়ের তরফে ভিড় নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে নয়া দিল্লি ও আনন্দ বিহার স্টেশনে। আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে দুই স্টেশনেই, যেখানে অতিরিক্ত টিকিট কাউন্টার, অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন, এনকোয়ারি কাউন্টার থাকছে।
আরও পড়ুন: https://tribetv.in/virendraa-sachdeva-dip-in-yamuna-water-reaches-hospital/
এছাড়া খাবারের স্টল, পানীয় জল ও মোবাইল টয়লেটের ব্যবস্থাও করা হয়েছে। সম্প্রতি অত্যাধিক ভিড়ের কারণে মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনে হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে আহত হন ৯ জন। সেই ঘটনার থেকে শিক্ষা নিয়ে রেলের এই ঘোষণা বলে জানা গিয়েছে। তবে মহিলা, বয়স্ক এবং অজ্ঞদের জন্য বিশেষ ছাড় থাকছে বলেও জানানো হয়েছে রেলের তরফে।