ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার ছোট পর্দায় জুটি (Duggamoni O Baghmama) বাঁধতে চলেছেন মানালি দে (Manali Dey) এবং রাহুল দেব বসু (Rahul Dev Bose)। জি বাংলায় নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত ভক্তরা। প্রোমো যে দর্শকদের বেশ পছন্দ হয়েছে, তা বলে দিচ্ছে কমেন্ট বক্স। গল্পের আঙ্গিকে রয়েছে বেশ নতুনত্ব। আসন্ন এই ধারাবাহিকে এক ঝাঁক চেনা মুখের পাশাপাশি রয়েছে অচেনা মুখ।
ছোটপর্দায় মানালির পোক্ত জায়গা (Duggamoni O Baghmama)
মানালি দে ছোট পর্দার মাধ্যমে একটা সময় নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন (Duggamoni O Baghmama)। আর সেই পরিচিতিতে এখনও সমান ভাবে ধরে রেখেছেন। একের পর এক সুপারহিট মেগা উপহার দিয়েছেন দর্শকদের। জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ দর্শকদের মন জয় করে নিয়েছিল। এক বছরও হয়নি, সেই মেগা শেষ হয়েছে। তার আগেই শোনা গেল নতুন খুশির খবর। মানালি আবারও ফিরছেন জি বাংলার পর্দায়।
প্রকাশ্যে প্রোমো (Duggamoni O Baghmama)
প্রোমো প্রকাশ করে চ্যানেলের পক্ষ থেকে লেখা হয়েছে (Duggamoni O Baghmama), “ভাববে যে যা যক্ষুনি, মন পড়বো তক্ষুনি। সবার মনের কথা বলে দিতে আসছে দুগ্গামনি ও বাঘ মামা (Duggamoni O Baghmam)”। প্রোমোতে দেখা যায়, একটা বিশাল বাড়িতে প্রবেশ করেছে ছোট্ট একটি মেয়ে। এই একরত্তি মেয়েই রয়েছে গল্পের কেন্দ্রবিন্দুতে। রাধিকা কর্মকারকে এই আগেও ধারাবাহিকে দেখা গিয়েছে। ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকের মিহি চরিত্রে অভিনয় করেছিল। এবার তাকে দেখা যাবে একটু অন্যরকম চরিত্রে। সে দেবী দুর্গার বড় ভক্ত। এক নিমেষে সবার মন পড়ে ফেলতে পারে।
আরও পড়ুন: Ranveer Allahbadia Row: রণবীর আল্লাহাবাদিয়ার ঘটনায় এবার মুখ খুললেন রঘু রাম!
ধারাবাহিকের গল্প!
রাধিকা যে বাড়িতে দুর্গা মূর্তি তৈরি হচ্ছে, সেখানে হঠাৎ ঢুকে পড়ে। দেবী দুর্গাকে অনুরোধ করে সে, যাদের হাত থেকে পালাচ্ছে, যেন তাদের হাতে ধরা না পড়ে। তারপর হঠাৎই খেয়াল করে, দেবী দুর্গার চোখ আঁকা নেই। তাই দেবী তাকে দেখতেই পাচ্ছে না। তখন সে নিজের হাতে দেবীর চোখ এঁকে দেয়। অপরদিকে পাল্টা দেবীও তাকে বর দেয়, সবার মনে কি চলছে তা সব পড়ে ফেলতে পারবে। হঠাৎ সেই সময় হাজির হয়, বাড়ির সমস্ত সদস্য। আসলে রাধিকা একটি অনাথ আশ্রম থেকে পালিয়ে এসেছিল। যারা ওকে বিক্রি করে দিতে চায়।

সন্তান হারা মায়ের চরিত্রে মানালি
নতুন ধারাবাহিকে মানালিকে দেখা যাবে এক অসহায় মায়ের চরিত্রে। যে নিজের সন্তানকে হারিয়েছে। ছোট্ট রাধিকাকে দেখে তার মনে পড়েছে, নিজের মেয়ের কথা। আর সে কথা জানতে পেরেছে রাধিকা। কিন্তু রাধিকাই কি মানালির হারিয়ে যাওয়া মেয়ে? সেই উত্তর ধারাবাহিকের প্রোমোতে এখনও পাওয়া যায়নি। তবে সেই উত্তর নিঃসন্দেহে ধারাবাহিকে পাওয়া যাবে। মানালির স্বামীর ভূমিকায় দেখা যাবে রাহুল দেব বসুকে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কন্যাকুমারী মুখোপাধ্যায়।