ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুই শালিকে (Dui Shalik Upcoming Episode) বউ চুরি। আসছে ধামাকাদার পর্ব। আগামী এপিসোড গুলোতে (Upcoming Episode) ঠিক কি হতে চলেছে জানেন? ঝিলিকের (Jhilik) সঙ্গে গৌরবের (Gourav) বিয়েটা হঠাৎ করেই হয়ে গেল। তবে কি এবার দেবার (Deba) সঙ্গে আঁখির (Ankhi) বিয়েটাও ঠিক একই ভাবে হয়ে যাবে? মেয়ে বদল তো আগেই হয়ে গিয়েছিল। এবার কি তবে বউ চুরির পালা? কোন দিকে এগোচ্ছে গল্পের মোড়?
অল্প দিনেই দর্শকের মন জয় (Dui Shalik Upcoming Episode)
‘দুই শালিক’ ধারাবাহিকের বয়স (Dui Shalik Upcoming Episode) এখনও বেশিদিন হয়নি। কিন্তু এর মধ্যেই গোটা বাংলা জুড়ে শোরগোল ফেলে দিয়েছে। সেই চিরাচরিত শাশুড়ি বৌমার গল্প কিংবা বিতর্ক এখানে নেই। একেবারে ভিন্ন ধরার গল্প বলছে, বলছে দর্শক। এমনকি ধারাবাহিকটি ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছে। অনেকেই বলছেন, যদি ঠিকঠাক স্লট পেত, তাহলে ‘দুই শালিক’ বেঙ্গল টপার হতো। স্লট না পাওয়ার কারণে টিআরপিতে পিছিয়ে রয়েছে।
ব্যতিক্রম গল্প (Dui Shalik Upcoming Episode)
‘স্টার জলসা’র এই ধারাবাহিকের গল্প একেবারেই আলাদা (Dui Shalik Upcoming Episode)। যেখানে রয়েছে দুই যমজ মেয়ের লড়াইয়ের গল্প। একজন লড়াকু আর একজন খুবই সাদাসিধে সরল মনের। ঝিলিক আর আঁখি। ভাগ্যের ফেরে তারা তাদের পরিবার-পরিজন থেকে অনেক দূরে। বড় হয়েছে নতুন পরিচয়ে। তারা আদৌ জানে না, যে তারা যমজ বোন।
আরও পড়ুন: Raj Chakrabarty: দর্শক হারাচ্ছে বাংলা ছবি, সাপোর্ট করার লোক নেই! অভিমানী রাজ
বড় কান্ড
পি আর কে’র মুখোশ খুলতে ঝিলিক যখন আপ্রাণ চেষ্টা করছে, চাইছে আঁখিকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে, অপরদিকে তখন বস্তিতে ঘটে গেল বড় কাণ্ড। চারআনার দাদুকে আশ্রমে দেখতে গিয়ে গোটা রাত বস্তিতে ফিরতে পারল না দেবা আর আঁখি। তা নিয়ে বস্তিতে তুলকালাম কাণ্ড। একদিকে দেবার মাসি আঁখিকে বিন্দুমাত্র পছন্দ করেনা। অপরদিকে আঁখির মাও দেবাকে পছন্দ করে না। তারা আলাদা করে বিয়ের ব্যবস্থা করছে।
আরও পড়ুন: Koel Mallick: ছেলের পর মেয়ে, দ্বিতীয়বার মা হলেন কোয়েল মল্লিক
বউ নিয়ে পালাবে দেবা!
দেবা আর আঁখি যে একে অপরকে ভালোবাসে, সেটা জানার পরেও, দুই পরিবার একেবারেই চুপ। ঝিলিক রূপী আঁখির বিয়ের ব্যবস্থা করেছে তার মা। এবার সেই বিয়ের পিঁড়ি থেকে বউ নিয়ে পালাবে দেবা। কিন্তু দেবার সঙ্গে আঁখির বিয়ে হবে কিনা, তা এখনও জানা যায়নি। যতটুকু প্রোমোতে দেখা যাচ্ছে, তা দেখে স্পষ্ট। আঁখির বিয়ে দেবা ছাড়া অন্য কারোর সঙ্গে আপাতত হচ্ছে না। এই গেম প্ল্যানের পিছনে রয়েছে ঝিলিকের বুদ্ধি। সেই ছাতা বাড়ি থেকে দেবাকে ফোন করে, করুণ মুখে বলে আঁখি দেবাকে ভালবাসে। অন্য কাউকে বিয়ে করতে পারবে না। দেবা আর বিন্দুমাত্র দেরি না করে বাইকে করেই বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে আসবে আঁখিকে। মুহূর্তে বিয়ে বাড়িতে তুলকালাম বাঁধবে। তারপর কি হবে, তা দেখতে চোখ রাখতে হবে এই ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। উচ্ছ্বাসে ভাসছে অনুরাগীরা। প্রোমো বেশ পছন্দ হয়েছে।