ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বড়দিন উপলক্ষে জমজমাট পর্ব। দুই শালিক (Dui Shalik Upcoming Episode) ধারাবাহিকে অবশেষে পর্দা ফাঁস। যমজ বোনের রহস্য এবার সবার সামনে চলে আসতে চলেছে। আর ঝিলিক (Jhillik) আঁখি সেজে থাকতে পারবে না। আবার আঁখিও (Ankhi) ঝিলিক সেজে থাকতে পারবে না। সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে, গৌরব আর দেবার কাছে। বড়দিন উপলক্ষে জমজমাট পর্ব দেখতে চলেছেন, এই ধারাবাহিকে।
আলাদা ঘরানার গল্প (Dui Shalik Upcoming Episode)
স্টার জলসার (Star Jalsha) ‘দুই শালিক’ ধারাবাহিকের গল্প (Dui Shalik Upcoming Episode) একেবারে আলাদা ঘরানার। এখানে শাশুড়ি বৌমার সেই বিতর্কিত ঝগড়া, কিংবা তথাকথিত সিরিয়ালের কুটকাচালি নেই। দুই শালিক অর্থাৎ দুই যমজ বোনের লড়াই নিয়ে এই গল্প। তাদের লড়াই পিআরকের বিরুদ্ধে। যে পিআরকে অর্থাৎ প্রিয়রঞ্জন কাঞ্জিলাল তাদেরকে রাস্তায় নামিয়েছে।
কী হয়েছে তাদের? (Dui Shalik Upcoming Episode)
বাবার অঢেল সম্পত্তি থাকা সত্ত্বেও, একজনকে কাটাতে হয়েছে বাড়ির কাজের মেয়ের মতো। আর একজনকে কাটাতে হয়েছে বস্তিতে। যদিও দুই বোনের মিলন অনেকদিন আগেই হয়েছে। তবে তারা এখনও জানে না, যে তারা যমজ বোন (Dui Shalik Upcoming Episode)। ওদিকে আঁখির জায়গায় রয়েছে ঝিলিক। আর ঝিলিকের জায়গায় বস্তিতে রয়েছে আঁখি। ইতিমধ্যেই আঁখি রূপী ঝিলিকের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে, পিআরকের ছেলে গৌরবের সঙ্গে। অপরদিকে বস্তিতে ঝিলিক রূপী আঁখির সঙ্গে বিয়ে হয়ে গেল দেবার (Deba)। রীতিমত যেন সিনেমার সিন। বিয়ের মণ্ডপ থেকে বউ নিয়ে পালালো দেবা।
আরও পড়ুন: Alia Bhatt: আলিয়ার সংসারে অশান্তি, বৌমাকে পাত্তা দিলেন না নিতু কাপুর!
যমজ বোনের সিক্রেট ফাঁস
দেবা কিংবা গৌরব (Gourab), এখনও কিন্তু যমজ বোনের সিক্রেটটা ধরতে পারেনি। দেবা জানে, তার বিয়ে হয়েছে ঝিলিকের সঙ্গে। অপরদিকে গৌরব জানে তার বিয়ে হয়েছে আঁখির সঙ্গে। কিন্তু মাঝে যে মেয়ে বদল হয়ে গেছে, তা তারা কেউ টেরই পায়নি। আগামী ২৬ ডিসেম্বর আসতে চলেছে সেই ধামাকাদার পর্ব। দেখতে চলেছেন, ঝিলিক আর আঁখিকে একসঙ্গে দেখে ফেলবে দেবা আর গৌরব। এরপর এদের প্রতিক্রিয়াটা কেমন হবে?
আসবে নতুন ঝড়
আসছে নতুন ঝড় যখন গৌরব জানতে পারবে সে ঝিলিককে নয়, বিয়ে করেছে আঁখিকে! একই ভাবে গৌরব জানতে পারবে সে আঁখি নয়, বিয়ে করেছে ঝিলিককে। তারা কি সবটা মেনে নেবে? নাকি শুরু হতে চলেছে নতুন কোনও ঝড়? প্রথম থেকেই, এই ধারাবাহিক টিআরপিতে ভালো ফল না করলেও, দর্শকের মন জিতে নিয়েছে শুধুমাত্র গল্প আর অভিনয়ের কারণে।
আরও পড়ুন: Dhumketu: দেব-শুভশ্রীর ‘ধুমকেতু’র কবে মুক্তি? বড় বার্তা প্রযোজকের
দুই শালিকের ভবিষ্যৎ ভালো
যদি এভাবেই জনপ্রিয়তা ধরে রাখতে পারে, তবে এই ধারাবাহিক বেশিদিন টিকবে। এমনটাই মনে করছেন দুই শালিকের অনুরাগীরা। কারণ এই ধারাবাহিকে বেশ অনেকগুলো সিক্রেট রয়েছে। যেগুলো ফাঁস হওয়া বাকি। প্রথমত, আঁখি এবং ঝিলিকের সঙ্গে তার বাবা-মায়ের পরিচয়। তাদের চার জনের মিলন থেকে শুরু করে তাদের সম্পত্তি উদ্ধার। অপরদিকে দেবারও একটা হিস্ট্রি রয়েছে। দেবা এবং গৌরব যে একে অপরের ভাই, তারা জানে না। এতগুলো জট খুলতে সময় লাগবে। গল্প যদি টানটান হয়, তবে এই ধারাবাহিকের ভবিষ্যৎ বেশ ভালো। এমনটা বলাই যায়।