ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রানাঘাট-শিয়ালদহ এসি লোকাল পরিষেবার (Dumdum Station Clash) উদ্বোধনী মুহূর্তে দমদম স্টেশনে উত্তেজনার সৃষ্টি হয়।উল্লেখ্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, সাংসদ সুকান্ত মজুমদার, জগন্নাথ সরকার ও শান্তনু ঠাকুর সহ প্রচুর বিজেপি সমর্থক।
‘জয় বাংলা’ স্লোগান (Dumdum Station Clash)
দুপুরে ট্রেন উদ্বোধনের পর সুকান্ত মজুমদার ও অন্যান্য বিজেপি কর্মীরা (Dumdum Station Clash) দমদম স্টেশনে নেমে যান। সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করার সময় হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান ওঠে। এই স্লোগান রাজনৈতিক উত্তাপের জন্ম দেয়। তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীরা অনবরত স্লোগান দিতে থাকেন।
মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ (Dumdum Station Clash)
বিজেপি কর্মীদের অভিযোগ, ওই সময় তৃণমূলের কর্মীরা মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ (Dumdum Station Clash) করেন এবং হাত ধরে টানাটানি করেন। এর ফলে পণ্ড হয়ে যায় সুকান্ত মজুমদার ও তার সমর্থকদের কর্মসূচি। এই পরিস্থিতির আঁচ দ্রুত ছড়িয়ে পড়ে দমদম স্টেশনের বাইরেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রেল পুলিশ তৎপর হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। পরবর্তীতে সমাধান করা হলেও, তৃণমূল-বিজেপি সংঘর্ষে দমদম স্টেশন সাময়িক অশান্ত হয়ে পড়ে।
আরও পড়ুন: Fire at AC Bus: বিমানবন্দরের কাছে চলন্ত এসি বাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা!
এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “তৃণমূলের কর্মীরা মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ করেছে। যারা কসবা কাণ্ডের মতো ঘটনা ঘটায়, তারাই এখানে জমায়েত করেছে। যদি বাংলার প্রতি প্রেম এত গাঢ় হয়, তাহলে কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা-এরা কি বাঙালি?” সম্প্রতিই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় “বিজেপি নেতাদের দেখতে পেলে জয় বাংলা বলুন”-এমন নির্দেশনা দিয়েছিলেন। রবিবার সঠিকভাবে সেই নির্দেশনারই প্রেক্ষিতে ‘জয় বাংলা’ স্লোগান তুলেছেন সংশ্লিষ্ট কর্মীরা।