Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শরতের শুরু হলেও আকাশ যেন (Durga Puja 2025 Weather) এখনও বর্ষার রেশ টেনে ধরে রেখেছে। ভোরবেলা চোখ খুললেই দেখা যাচ্ছে কালো, জমাট বাঁধা মেঘে ঢাকা আকাশ। কোথাও আবার ঘুম ভাঙছে ঝমঝমিয়ে নামা বৃষ্টির শব্দে। এমন আবহাওয়ার মধ্যেই ধীরে ধীরে এগিয়ে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। হাতে মাত্র ২২ দিন। এরই মধ্যে আবহাওয়ার এমন রূপ দেখে অনেকের মনেই একটাই প্রশ্ন- এই পুজো কি তবে কাটবে বৃষ্টির মাঝেই?
প্রচুর বৃষ্টির ইঙ্গিত! (Durga Puja 2025 Weather)
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সেপ্টেম্বর জুড়ে রাজ্যে স্বাভাবিকের (Durga Puja 2025 Weather) থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, যার জেরে দক্ষিণবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরবঙ্গ এবং সিকিমে আগামী সপ্তাহগুলিতে প্রচুর বৃষ্টির ইঙ্গিত রয়েছে।
পুজোর আনন্দ মাটি! (Durga Puja 2025 Weather)
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণত অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বাংলায় সক্রিয় থাকে মৌসুমি (Durga Puja 2025 Weather) বায়ু। তাই এ বছরও সেই ধারা বজায় থাকতে পারে। এর অর্থ, দুর্গাপুজোর সময় পর্যন্ত রাজ্যে বিচ্ছিন্নভাবে হলেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও এখনই ষষ্ঠী থেকে দশমীর মধ্যে সুনির্দিষ্ট বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া সম্ভব নয়, তবে এই মুহূর্তে যেভাবে নিম্নচাপ ঘন ঘন সৃষ্টি হচ্ছে, তা দেখে অনেকেই আশঙ্কা করছেন, পুজোর আনন্দে ছাতা হতে চলেছে নিত্যসঙ্গী।
আরও পড়ুন: Daily Horoscope: বৃশ্চিকে চন্দ্রের গোচর, কার ভাগ্যে কী আছে লেখা?
পরিস্থিতি বদলও সম্ভব
তবে আশার কথা এই যে, এখনও কিছুদিন সময় রয়েছে, এবং আবহাওয়ার গতিপথ প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাই শেষ মুহূর্তে পরিস্থিতি বদলও সম্ভব। অনেক সময় দেখা যায়, অক্টোবরের শুরুতে কয়েক দিনের জন্য আবহাওয়া পরিষ্কার হয়ে যায়, সেই আশাতেই বুক বাঁধছেন পুজোপ্রেমীরা।