Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজোর মাস পড়তেই কলকাতা যেন অন্য এক ছন্দে জেগে ওঠে। বছরের প্রতীক্ষিত উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে শহর জুড়ে কেনাকাটার ধুম। নিউ মার্কেট (Durga Puja Shopping) চত্বরে উপচে পড়া ভিড়, আট থেকে আশি— সকলেই মেতেছেন পছন্দের পুজোর শপিংয়ে।
নিউ মার্কেটে জনস্রোত (Durga Puja Shopping)
শহরের বুকে নিউ মার্কেট (Durga Puja Shopping) এখন আর শুধু এক বাজার নয়, বরং এক প্রাণোচ্ছ্বল মিলনমেলা। প্রতিটি গলি, প্রতিটি দোকান সেজে উঠেছে নতুন জামাকাপড়, শাড়ি, পাঞ্জাবি, কসমেটিকস, ব্যাগ, জুতো আর অসংখ্য পুজোর অফারে। কারও হাতে লম্বা শপিং লিস্ট, কেউ আবার সঙ্গীর হাত ধরে খুঁজে চলেছেন ‘পারফেক্ট পুজো লুক’।
আরও পড়ুন:Durga Puja: প্রেমের প্রথম পুজো হোক স্মরণীয়! সঙ্গীর মন জিততে মেনে চলুন এই ৬ টিপস
পরিবার, বন্ধু কিংবা প্রেমিক-প্রেমিকা, সকলের সঙ্গেই নিউ মার্কেটে উৎসবের উচ্ছ্বাস। কেউ ব্যস্ত দরকষাকষিতে, কেউ আবার ক্যাফেতে বিশ্রাম নিচ্ছেন ব্যাগভর্তি শপিংয়ের পর। আড্ডা, হাসি, রঙ আর আলোয় ভরপুর নিউ মার্কেট যেন কলকাতার দুর্গাপুজোর প্রাণকেন্দ্র হয়ে উঠেছে।

নিরাপত্তায় নজর, নিশ্চিন্তে চলছে শপিং (Durga Puja Shopping)
ভিড় সামলাতে নিউ মার্কেট থানার তরফে বসানো হয়েছে অস্থায়ী পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ। সারাদিনই চলছে নজরদারি। ফলে ক্রেতারাও নিশ্চিন্তে উপভোগ করছেন পুজোর প্রস্তুতির মুহূর্তগুলি।
আরও পড়ুন: September Holiday List: উৎসবের আগমনী বার্তা সেপ্টেম্বরেই, আর ছুটি কবে?
দুর্গাপুজোর মরশুমে নিউ মার্কেটের ব্যবসা বাড়ে কয়েক গুণ। শুধু দোকানদার নয়, পথচলতি হকারদের কাছেও ক্রেতার ভিড় জমজমাট। এই কেনাকাটাই কেবল সাজ-পোশাকের গল্প বলে না, শহরের অর্থনীতির চাকা ঘুরিয়ে দেয়।
উৎসবের মধ্যে লুকিয়ে বাঙালির আবেগ (Durga Puja Shopping)
নিউ মার্কেটের ভিড়ে শুধু শপিং নয়, আছে বাঙালির মনের টান, আবেগ আর ফিরে আসা। পুজো মানেই তো নতুন জামা, প্রিয়জনের সঙ্গে সময় কাটানো আর শহরের ভিড়ে হারিয়ে যাওয়া সেই পুরনো ভালোলাগা।