ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপ বুধবার সকালে কেঁপে উঠল ভয়াবহ ভূমিকম্পে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮(Earthquake in Russia)। কম্পনের পরপরই আছড়ে পড়ে চার মিটার উঁচু সুনামি। বিধ্বস্ত হয় উপকূলবর্তী বহু জনপদ। শুধু রাশিয়াই নয়, এর প্রভাব পড়েছে জাপান, আমেরিকা, ফিলিপিন্স-সহ প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দেশের উপকূলবর্তী এলাকাতেও।
ভূমিকম্প ও সুনামির উৎসস্থল (Earthquake in Russia)
মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১৯.৩ কিলোমিটার গভীরে। প্রথমে কম্পনের মাত্রা ৮ বলে মনে করা হলেও পরে তা সংশোধন করে ৮.৮ জানানো হয়। কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সোলোদভ জানিয়েছেন, এটি গত কয়েক দশকে এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
বিধ্বস্ত কামচাটকা (Earthquake in Russia)
সুনামির ফলে কামচাটকার বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। চার মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ে উপকূলবর্তী জনপদে। স্থানীয় প্রশাসন দ্রুত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। জলোচ্ছ্বাস ও কম্পনের ফলে বহু স্থানে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
প্রভাব জাপানেও (Earthquake in Russia)
কামচাটকার ভূকম্পনের অভিঘাত পৌঁছেছে জাপানের হোক্কাইডো অঞ্চলেও। সেখানে সুনামির কারণে কয়েকটি এলাকাকে খালি করা হয়েছে। প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং একটি জরুরি কমিটি গঠন করে বিপর্যয় মোকাবিলার কাজ শুরু হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় এলাকা জুড়ে সতর্কতা (Earthquake in Russia)
মার্কিন আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পের জেরে হাওয়াই, আলাস্কা, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ, ফিলিপিন্স—সব অঞ্চলেই সুনামির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়াইয়ে তিন মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা রয়েছে, এবং ফিলিপিন্সে ০.৩ থেকে এক মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ভূমিকম্পপ্রবণ এলাকা কামচাটকা (Earthquake in Russia)
কামচাটকা অঞ্চলের নীচে প্রশান্ত মহাসাগরীয় টেকটনিক প্লেট এবং উত্তর আমেরিকান প্লেট মিলিত হয়। এর ফলেই এখানে ভূমিকম্পের প্রবণতা খুব বেশি। ১৯৫২ সালেও এই এলাকায় ৯.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, যার জেরে হাওয়াইতে ৩০ ফুট ঢেউ উঠেছিল।

সামাজিক মাধ্যমে আতঙ্কের ছাপ (Earthquake in Russia)
ভূমিকম্পের পরপরই কামচাটকার কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেগুলির সত্যতা যাচাই হয়নি, তবুও ভিডিওতে ঘরবাড়ি দুলতে ও মানুষের ছুটোছুটি করতে দেখা যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত (Earthquake in Russia)
এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই, তবে প্রশাসন আশঙ্কা করছে, ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল হতে পারে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। রাশিয়া ও জাপানে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
আরও পড়ুন: Russia USA : ট্রাম্পের নতুন ‘চরম সময়সীমা’ মানতে অস্বীকার রাশিয়ার, ট্রাম্পকেই দুষলেন পুতিন!
উপকূলবাসীদের সতর্কবার্তা (Earthquake in Russia)
উপকূলীয় অঞ্চল থেকে লোকজনকে যত দূর সম্ভব সরিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, “এই মুহূর্তে সতর্ক থাকাই একমাত্র উপায়।”