ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এসপ্লানেড থেকে শিয়ালদহ ইস্ট-ওয়েস্ট (East West Metro) মেট্রো প্রকল্পের এই গুরুত্বপূর্ণ অংশের উদ্বোধন নিয়ে সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ অনুমাননির্ভর বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তারা স্পষ্ট ভাষায় জানিয়েছে, ১৮ জুলাই, ২০২৫-এ এই স্টেশন উদ্বোধনের কোনও দিনক্ষণ নির্ধারিত হয়নি।
ছড়িয়েছে বিভ্রান্তি (East West Metro)
গত কয়েক দিন ধরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত কিছু (East West Metro) প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী শুক্রবার, অর্থাৎ ১৮ জুলাই তারিখেই চালু হয়ে যাচ্ছে এসপ্লানেড-শিয়ালদহ অংশের পরিষেবা। এই খবরে যাত্রীদের মধ্যে যেমন উৎসাহ তৈরি হয়েছে, তেমনই ছড়িয়েছে বিভ্রান্তিও।
প্রেস বিজ্ঞপ্তি জারি (East West Metro)
এই পরিস্থিতিতে কলকাতা মেট্রো রেলওয়ে, ‘আমার মেট্রো’-র পক্ষ (East West Metro) থেকে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট করে জানানো হয়েছে, এসপ্লানেড থেকে শিয়ালদহ পর্যন্ত পূর্ব-পশ্চিম মেট্রোর এই গুরুত্বপূর্ণ বিভাগের উদ্বোধনের দিন এখনও নির্ধারিত হয়নি। কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলেই তারা জানিয়েছে। সেই সঙ্গে এটাও বলা হয়েছে যে, উদ্বোধনের নির্দিষ্ট দিন এবং সময় পরে জানানো হবে, এবং তা জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে অনুরোধ করা হয়েছে।
বিবৃতিতে স্পষ্ট বার্তা
মেট্রো রেলের এই বিবৃতিতে স্পষ্ট বার্তা-অনুমানভিত্তিক খবর প্রকাশ না করে দায়িত্বশীল ও প্রামাণ্য তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করা উচিত। একই সঙ্গে যাত্রী এবং সাধারণ নাগরিকদের উদ্দেশেও বার্তা বিভ্রান্তিকর খবর দেখে যাতে কেউ আগেভাগেই কোনও প্রস্তুতি না নেন।

মেট্রো সূত্রের দাবি
প্রকল্পের অগ্রগতি ও নির্মাণ কাজ প্রায় শেষের পথে থাকলেও, উদ্বোধনের জন্য নির্দিষ্ট কিছু প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া এখনও সম্পন্ন হওয়া বাকি রয়েছে। সেই কারণে, দিনক্ষণ নির্ধারণে কিছুটা সময় লাগছে বলেই মেট্রো সূত্রের দাবি।
আরও পড়ুন: Weather Forecast: দক্ষিণে রোদের হাসি, উত্তরে অবিরাম বৃষ্টির আশঙ্কা!
উল্লেখ্য, ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই অংশটি কলকাতার যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসপ্লানেড এবং শিয়ালদহ, দু’টি প্রধান রেলস্টেশন ও ব্যবসায়িক কেন্দ্রকে সংযুক্ত করবে এই করিডোর। ফলে উদ্বোধনের দিনক্ষণ নিয়ে আগ্রহ থাকাটাই স্বাভাবিক। তবে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, উদ্বোধনের দিন ঘোষণা হলে তা অফিসিয়ালি জানানো হবে, এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হবে।