Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গতকাল মাঠে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ২-১ গোলে জিতে হাসিমুখে ম্যাথ ছাড়লো লাল-হলুদ ব্রিগেড (Durand Cup 2025)।
ডার্বির রং লাল-হলুদ
ফুটবল মানেই আবেগের আর এক নাম। মাঠের উত্তাপ ছড়িয়ে পড়ে তাদের সমর্থকদের মধ্যে। আর সেই খেলায় যখন মুখোমুখি হয় ইস্টবেঙ্গল আর মোহনবাগান তখন যেন উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। দুই দল রবিবার মুখোমুখি হয় ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে। অস্কার ব্রুজোঁর ইস্টবেঙ্গল ২-১ ম্যাচ ছিনিয়ে নেয় মোলিনার মোহনবাগানের থেকে (Durand Cup 2025)।

রবিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলা শুরু করে ইস্টবেঙ্গল। খেলার আগে ইস্টবেঙ্গল দলের কোচ বলেছিলেন দলের উন্নতির কথা আর সেই কথার প্রমাণ পাওয়া গেলো রবিবার ম্যাচে। উপস্থিত ৬০০০০ দর্শক দেখলেন মাঠ দাপিয়ে বেড়ানো লাল হলুদ দলকে। রক্ষণ থেকে আক্রমণ সব দিক দিয়েই যেন অন্য মেজাজে মাঠে দেখা যায় ইস্টবেঙ্গল দলকে। প্রথম থেকেই জেতার খিদে নিয়ে খেলা শুরু করেছিল ইস্টবেঙ্গল দল (Durand Cup 2025)।

ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গল বিপক্ষের উপর চাপ বজায় রাখতে সক্ষম হয়। দিমিত্রি দিয়ামানতাকোসের জোড়া গোলে ইস্টবেঙ্গল দল পৌঁছে গেলো ডুরান্ড কাপের সেমি ফাইনালে। অন্যদিকে ডুরান্ড কাপ থেকে ছিটকে গেলো সবুজ-মেরুন দল। মোহনবাগানের বক্সে বারবার আক্রমণের ঝড় তোলেন বিপিন সিংহ।
আরও পড়ুন: Healthy diet: কি ভাবছেন, নো অয়েল ডায়েট! এ আবার হয় নাকি?
ইস্টবেঙ্গলের একের পর এক আক্রমণ মোহনবাগানের দুর্গ ভাঙতে সক্ষম হয়। বক্সের মধ্যে আশিস রাই ফেলে দেন বিপিন সিংকে। পরবর্তীতে রেফারি ফাউল দিলে পেনাল্টি থেকে কোনও ভুল করেননি দিমি। তার শট লক্ষভেদ করতে সক্ষম হয়। প্রথম গোল আসে সেই দিয়ামানতাকোসের পা থেকেই। মোহনবাগানের হয়ে গোল করে ব্যবধান কমান অনিরুদ্ধ থাপা। জোড়া গোলে ইস্টবেঙ্গলের হয়ে জয় ছিনিয়ে আনেন দিয়ামানতাকোস (Durand Cup 2025)।
প্রথম থেকেই বোঝা যাচ্ছিলো যে লাল-হলুদ দল প্রস্তুত। এই ম্যাচ জেতার পর খুশি লাল হলুদ শিবির ও তাদের সমর্থকরাও। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ২০ অগস্ট। প্রতিপক্ষ ডায়মন্ড হারবার এফসি (Durand Cup 2025)।