ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় রেলে(Eastern Railway) কাজ করার স্বপ্ন দেখেন লক্ষ লক্ষ যুবক-যুবতী। মাঝেমধ্যে ভারতীয় রেলের পক্ষ থেকে শিক্ষানবিশ নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তিও জারি করা হয়ে থাকে। এবার হাজারের অধিক প্রার্থীকে প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছে পূর্ব-মধ্য রেল।
একাধিক ডিভিশনে প্রশিক্ষণ (Eastern Railway)
একাধিক ডিভিশনে প্রার্থীদের ১ বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে রেলের তরফে(Eastern Railway)। আগামী দিনে চাকরি পাওয়ার ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই প্রশিক্ষণ। কোন কোন পদে নিয়োগ (Recruitment) হবে, আবেদনের ক্ষেত্রে যোগ্যতা কী লাগবে, আবেদন পদ্ধতি কী, এই সংক্রান্ত বিস্তারিত আমরা জেনে নেব আজকের প্রতিবেদনে।
কোথায় প্রশিক্ষণ দেওয়া হবে (Eastern Railway)
শিক্ষানবিশ নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পূর্ব-মধ্য রেলের তরফে(Eastern Railway)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল প্রশিক্ষণ দিতে চলেছে ১,১৫৪ জনকে। ১ বছর ধরে চলবে এই প্রশিক্ষণ পর্ব। পূর্ব-মধ্য রেলের ডিভিশনে প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। দানাপুর, ধানবাদ, দীনদয়াল উপাধ্যায়, শোনপুর, সমস্তিপুর, হরনাউত ডিভিশনে প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।
আরও পড়ুন:UCO Bank Recruitment: UCO ব্যাঙ্কে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কীভাবে করবেন আবেদন?
কোন কোন পদে প্রশিক্ষণ দেওয়া হবে?
ফিটার, প্লাম্বার, ওয়াইন্ডার, মেকানিস্ট, কার্পেন্টার, ইলেক্ট্রনিক্স মেকানিক-সহ একাধিক ট্রেডে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে রেল(Eastern Railway)।
প্রশিক্ষণের সময়সীমা
প্রার্থীদের ১ বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে রেলের তরফে।
আবেদনের ক্ষেত্রে যোগ্যতা কী লাগবে
আবেদনকারীকে নূন্যতম দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। তার সাথে লাগবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) শংসাপত্র। ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (এনটিসি) থাকলেও আবেদন জানানো যাবে।
বয়সসীমা
১৫ থেকে ২৪ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এই প্রশিক্ষণের জন্য।
আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫। এই দিন পর্যন্ত আপনি প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
নির্বাচন পদ্ধতি
দশম শ্রেণির পরীক্ষার নম্বর ও আইটিআই বা এনটিসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে প্রার্থীদের নির্বাচন করা হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত জানার জন্য উত্তর পূর্ব রেলের রেলওয়ে রিক্রুটমেন্ট সেল-এর ওয়েবসাইটে মূল বিজ্ঞপ্তিটি পড়ুন।