Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গোটা দেশের ভোটার তালিকা সংশোধন (SIR) কাজে নেমে পড়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই লক্ষ্যেই আগামী ১০ সেপ্টেম্বর দিল্লিতে জরুরি বৈঠক ডাকল কমিশন। এই উচ্চপর্যায়ের বৈঠকে দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (সিইও) উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ওই বৈঠকে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিককেও হাজির থাকতে বলা হয়েছে।
এসআইআরের (SIR) অগ্রগতি ও রিপোর্ট চাইল কমিশন
ভোটার তালিকার Special Intensive Revision (SIR) বা বিশেষ নিবিড় সমীক্ষার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বিহারে। এবার কি বাংলার পালা? বৈঠকের আগে নির্বাচন কমিশনের তরফে রাজ্যগুলির সিইওদের ১০টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—
- সংশ্লিষ্ট রাজ্যের বর্তমান মোট ভোটার সংখ্যা
- সর্বশেষ এসআইআরের সময়কাল ও তৎকালীন ভোটার সংখ্যা
- তালিকার ডিজিটাল আপলোডের অগ্রগতি
- পূর্ববর্তী এসআইআরের (SIR) তুলনায় ভোটার বৃদ্ধির হার
- ভোটার তালিকায় তথ্য সংযোজন ও সংশোধনের সময় স্বীকৃত নথিপত্র ছাড়া অন্য কোনও নথির গ্রহণযোগ্যতা
- নাগরিকত্ব যাচাই সংক্রান্ত সুপারিশ
আরও পড়ুন: Chaos in West Bengal Assembly : অসুস্থ শঙ্কর ঘোষ, উত্তেজনা বিধানসভায়! সাসপেন্ড হলেন বিজেপি বিধায়ক
কমিশন জানতে চায়, ভোটার তালিকায় তথ্য সংযোজন ও সংশোধনের সময় ১১টি নির্ধারিত পরিচয়পত্র ছাড়া অন্য কোন নথি গ্রহণযোগ্য হতে পারে কি না, এবং নাগরিকত্ব যাচাই সংক্রান্ত কোনও সুপারিশ থাকলে তাও জানাতে বলা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, বুথ পুনর্গঠন এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন পদ যেমন—ইআরও (ERO), এইআরও (AERO), বিএলও (BLO), বিএলএ (BLA) নিয়োগ প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে, তার খতিয়ানও বৈঠকে তুলে ধরতে হবে।
বাংলায় আসন্ন বিধানসভা ভোটের আগে বাড়তি গুরুত্ব
আগামী বছরই বাংলায় বিধানসভা নির্বাচন। ফলে নির্বাচন কমিশনের এই বৈঠক ও এসআইআর প্রক্রিয়ার প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলা। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বিহারের পর এবার কমিশনের কড়া নজর বাংলার দিকেই।
আরও পড়ুন: Mamata Banerjee: আইনি জটিলতায় নিয়োগ থমকে! শিক্ষক দিবসে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর
বিহারে শুরু হয়েছে এসআইআরের (SIR) কাজ। দিল্লিতে আসন্ন বৈঠকে বাংলার মুখ্য নির্বাচন আধিকারিককে তলব করা এবং ১০ দফা রিপোর্ট চাওয়া—সব মিলিয়ে এখন নজর কি বাংলার দিকে? কমিশনের পরবর্তী পদক্ষেপই ঠিক করে দেবে, বিধানসভা নির্বাচনের আগে কতটা বদলাবে রাজ্যের ভোটার তালিকা।