ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির (ED) মামলায় ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujaykrishna Bhadra) বিরুদ্ধে চার্জ গঠন করল আদালত। সোমবার বেসরকারি হাসপাতাল থেকে ব্যাঙ্কশাল আদালতে ভার্চুয়ালি পেশ করা হয় ‘কালীঘাটের কাকু’কে। তাঁর মেডিক্যাল রিপোর্টও জমা দেওয়া হয় আদালতে। সুজয়কৃষ্ণ জানান, তিনি নির্দোষ, কোনও টাকা নেননি। কিন্তু বিচারক তাঁকে জানান, তদন্তকারীদের কাছে যা প্রমাণ আছে, তা চার্জ গঠনের পক্ষে যথেষ্ট।
সুজয়কৃষ্ণ ভদ্রকে আদালতে ভার্চুয়ালি পেশ করা হলে আদালত তাঁকে বিচারক প্রশ্ন করেন, কেমন আছেন? সচেতন আছেন তো? বুঝতে পারছেন তো আমি কে? প্রথমে বুঝতে না পারলেও পরে সুজয়কৃষ্ণ (Sujaykrishna Bhadra) বলেন ‘আমি বুঝতে পারছি’। বিচারক বলেন ‘যদি আপনাকে(সুজয় কৃষ্ণ ভদ্র) কষ্ট দিয়ে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী’। বিচারক বলেন, এই মামলায় সকল আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করা সম্ভব। চার্জ গঠনের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: Partha Chatterjee News: অসুস্থ ‘কালীঘাটের কাকু’, পার্থ সহ ৫৪ জনের বিরুদ্ধে চার্জগঠনে অনিশ্চয়তা
আরও পড়ুন: Kolkata Metro Rail: ব্যস্ত সময়ে ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা
বিচারক তাঁকে জানান, ‘এজেন্সির কাছে সম্পূর্ণ তথ্যপ্রমাণ আছে। যা তথ্য প্রমাণ আছে তাতে বোঝা যাচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে চার্জ গঠন সম্ভব। সুজয়কৃষ্ণের (Sujaykrishna Bhadra) বিরুদ্ধে যা অভিযোগ রয়েছে তাও জানান বিচারক। আপনি বড়সড় দুর্নীতির (recruitment scam) সঙ্গে যুক্ত ছিলেন। এই কাজটা করার জন্য মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষদের সঙ্গে যুক্ত ছিলেন। আপনি বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন। আপনি লিপস অ্যান্ড বাউন্ডসের বড় কর্মকর্তা ছিলেন। দুর্নীতির টাকা থেকে আয় করেছেন। লুকিয়ে রাখার কাজ করেছেন। আমার মনে হয়েছে আপনি বেআইনিভাবে রোজগারের কাজে যুক্ত ছিলেন। তাই আপনার বিরুদ্ধে পিএমএলএ আইনের ৪ ধারায় চার্জ গঠন করা হচ্ছে।”