ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের অভিযানে গিয়ে আক্রান্ত ইডি। সাইবার প্রতারণা চক্রের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ল ইডি আধিকারিকরা (ED Officers Attacked In Delhi)। বৃহস্পতিবার দিল্লির (Delhi) বিজওয়াসন এলাকায় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সংবাদমাধ্যম সূত্রের খবর, হামলায় ইডি-র এক আধিকারিক জখম হয়েছেন। এএনআই সূত্রের খবর, আক্রান্ত ইডি আধিকারিক অ্যাডিশনাল ডিরেক্টর পদমর্যাদার।
ইডি অধিকারীদের উপর হামলা (ED Officers Attacked In Delhi)
জানা গিয়েছে, সাইবার প্রতারণা সংক্রান্ত একটি চক্রের তদন্ত করতে গিয়েছিল ইডির দল। দিল্লির বিজওয়াসানে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের ফার্মহাউসে তল্লাশি করতে গিয়েছিল ইডি (ED)। সেখানে পৌঁছতেই অভিযুক্ত সিএ অশোক শর্মা এবং তাঁর পরিবার হামলা চালায় বলে অভিযোগ (ED Officers Attacked In Delhi)। তবে ঘটনাস্থলে কত জন তদন্তকারী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
কোন অভিযোগের ভিত্তিতে তদন্ত? (ED Officers Attacked In Delhi)
ইডির তরফে জানানো হয়েছে, সাইবার প্রতারণার তদন্তে এই সিএ-র নাম উঠে আসে। সেই সূত্রেই তল্লাশিতে যাওয়া হয়েছিল (ED Officers Attacked In Delhi)। ফিশিং স্ক্যাম, QR কোড জালিয়াতি, পার্ট টাইম চাকরির প্রতারণা-সহ একাধিক সাইবার অপরাধের সঙ্গে বেআইনি লেনদেন সংক্রান্ত একটি ঘটনার তদন্ত করছে ইডি (ED)। সেই তদন্তের সূত্রেই ইডির হাই ইনটেনসিটি ইউনিট বিভিন্ন জায়গায় তল্লাশি করছে বৃহস্পতিবার।
আরও পড়ুন: Priyanka Gandhi: সাংসদে প্রথমবার পা রাখলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা!
ইডির নজরে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
ইডির দাবি, দেশজুড়ে হয়ে চলা সংগঠিত সাইবার অপরাধ এবং তার সঙ্গে জড়িত বেআইনি লেনদেনের সঙ্গে যোগাযোগের কারণেই একাধিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ইডির নজরে রয়েছে। 14C এবং Financial Intelligence Unit – India (FIU-IND)-এর সাহায্যে বিপুল সংখ্যক সাইবার প্রতারণার অভিযোগের তদন্ত হচ্ছে। ইডির তদন্তে উঠে এসেছে যে, এই অপরাধের ফলে যে টাকা উঠছে তা হাজার হাজার ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে লোপাট হয়েছে। এই গোটা নেটওয়ার্ক একাধিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অঙ্গুলিহেলনে চলছে বলে অভিযোগ।
আরও পড়ুন: Maharashtra CM Face: উপমুখ্যমন্ত্রী পদে ‘না’ শিন্ডের! কে বসবেন মহারাষ্ট্রের মসনদে?
এফআইআর দায়ের
সংবাদসংস্থা এএনআই সূত্রের খবর, এই ঘটনায় গোটা চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। হামলার ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
বাংলাতেও একই ঘটনা
প্রসঙ্গত, চলতি বছরের গোড়ায়, বাংলাতেও আক্রমণের শিকার হয়েছিল ইডি (ED)। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তল্লাশিতে যান ইডি আধিকারিকরা। ‘রেশনকাণ্ডে’ অভিযুক্ত শাহজাহান শেখের বাড়ি তল্লাশি অভিযানে গেলে তদন্তকারীদের উপরে হামলা চালানো হয়। তল্লাশি মুলতুবি রেখেই ফিরতে হয় ইডিকে। এই ঘটনার পর থেকে ‘নিখোঁজ’ থাকা শাহজাহান ওই ঘটনার ৫৫ দিন পর গ্রেফতার হন। তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের বিভিন্ন মামলায় তদন্ত চালাচ্ছে পুলিশ।