ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সমবায় ব্যাঙ্কে বিপুল অর্থের ঋণ প্রতারণার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (ED Raid)। এই ঘটনায় নাম জড়িয়েছে কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুলদীপ রাই শর্মার। বৃহস্পতিবার সেই মামলার তদন্তে ঐতিহাসিক পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এই প্রথমবার দ্বীপপুঞ্জের মাটিতে অভিযান চালাল কেন্দ্রীয় সংস্থা।
পোর্ট ব্লেয়ারে প্রথম অভিযান, নজরে ৯টি জায়গা (ED Raid)
ইডি সূত্রে খবর, আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার ও আশপাশের মোট ন’টি জায়গায় একযোগে অভিযান চালানো হয় বৃহস্পতিবার সকালে (ED Raid)। আধিকারিকদের একাধিক দল বিভিন্ন বাড়ি ও অফিসে হানা দেয়। দীর্ঘ সময় ধরে চলে নথি তল্লাশি ও ডিজিটাল তথ্য যাচাই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি সংস্থার অফিস ও প্রাক্তন ব্যাঙ্ক আধিকারিকদের বাড়ি এই তল্লাশির আওতায় আসে।
কলকাতাতেও সমান্তরাল অভিযান (ED Raid)
শুধু আন্দামান নয়, এই জালিয়াতি-কাণ্ডের ছায়া পৌঁছেছে কলকাতাতেও (ED Raid)। পিটিআই-এর সূত্র অনুযায়ী, শহরের দু’টি জায়গায় বৃহস্পতিবার ইডি-র তরফে তল্লাশি অভিযান চালানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত ঠিক কোন কোন জায়গায় তল্লাশি হয়েছে, তা সরকারি ভাবে জানায়নি ইডি।

আরও পড়ুন: F-35 Crash : ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন নৌসেনার এফ-৩৫ যুদ্ধবিমান!
অভিযুক্ত প্রাক্তন সাংসদ কুলদীপ রাই শর্মা (ED Raid)
এই জালিয়াতির মূল কেন্দ্রে রয়েছেন কংগ্রেস নেতা ও প্রাক্তন সাংসদ কুলদীপ রাই শর্মা। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত তিনি আন্দামান ও নিকোবর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন। বর্তমানে তিনি আন্দামান ও নিকোবর স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক (ANSCB)-এর ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।
ইডি-র অভিযোগ, তাঁর প্রত্যক্ষ মদতেই তৈরি হয় অন্তত ১৫টি ভুয়ো সংস্থা। ওই সংস্থাগুলির নামে ব্যাঙ্ক থেকে নেওয়া হয় ২০০ কোটিরও বেশি টাকার ঋণ। পরে সেই অর্থের কোনও অডিট হয়নি, এবং তহবিলের যথেচ্ছ ব্যবহার করা হয়।
তদন্তের আওতায় একাধিক সংস্থা ও ব্যক্তিগত অ্যাকাউন্ট (ED Raid)
ইডি জানিয়েছে, ইতিমধ্যে সন্দেহজনক আর্থিক লেনদেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির মালিকানা সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছে। আয়কর ও জিএসটি দফতরের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছে কেন্দ্রীয় সংস্থা।

আরও পড়ুন: US Pakistan Trade Deal : ভারতের উপর শুল্ক চাপিয়ে পাকিস্তানে সঙ্গে বাণিজ্য চুক্তি সারলেন ট্রাম্প!
রাজনৈতিক প্রতিক্রিয়া (ED Raid)
এই ঘটনায় কংগ্রেস এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে বিজেপি সূত্রের দাবি, “এটা প্রমাণ করে কীভাবে কংগ্রেস নেতা-নেত্রীরা সরকারি ব্যাঙ্কের অপব্যবহার করে জনগণের টাকা আত্মসাৎ করেছেন।”
আন্দামান ও নিকোবরের মতো অপেক্ষাকৃত শান্ত অঞ্চলে এমন আর্থিক দুর্নীতির ছবি সামনে আসা বেশ তাৎপর্যপূর্ণ। ইডি-র প্রথম দ্বীপ-অভিযান নিঃসন্দেহে ভবিষ্যতের তদন্তের নতুন দিক উন্মোচন করতে চলেছে। এখন দেখার, এই মামলার তদন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এবং কুলদীপ রাই শর্মা ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা।