ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: খাস কলকাতায় রমরমিয়ে চলছে লটালির মাধ্যমে দুর্নীতি। সাতসকালে তদন্তে নামল কেন্দ্রীয় এজেন্সি। শহরের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযানে ইডি। নামী লটারির (lottery scam) গোডাউন সহ একযোগে কলকাতা (Kolkata) ও মধ্যমগ্রামের তিন জায়গায় চলছে তল্লাশি।
বৃহস্পতিবার সকালে শহর ও শহরতলির বেশ কয়েকটি জায়গায় একযোগে তল্লাশি অভিযানে ইডি। প্রভাবশালী ব্যক্তিদের লটারির টিকিটের মাধ্যমে অর্থ পাচারের সাথে জড়িত দুর্নীতির মামলার তদন্তে নামে কেন্দ্রীয় এজেন্সি (ED)। দক্ষিণ কলকাতার লেক মার্কেটের কাছে ২৬ কবি ভারতী সরণিতে এক অভিজাত বহুতল ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। একইসঙ্গে কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি অভিযান চালায় বিমানবন্দর সংলগ্ন মাইকেল নগরে লটারির (lottery scam) টিকিট ছাপানোর কারখানায়।
আরও পড়ুন: চুরি গেল তরুণের স্বপ্ন! পুরুলিয়াতেও গায়েব ট্যাবের টাকা, নজরে জামতাড়া গ্যাং
লটারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ (lottery scam):
লটারি জেতার টাকা থেকে কর বাবদ অর্থ সরকারের কোষাগারে না দিয়ে হাওলার মাধ্যমে বিদেশে পাচার করা হত। লটারির (lottery scam) মাধ্যমে কোটি কোটি টাকা নয়ছয় ও জালিয়াতি, লটারি-দুর্নীতিতে প্রভাবশালী যোগের তদন্তে এবার কলকাতায় ইডি-র হানা (ED)। দিল্লির সদর দফতর থেকে শহরে এসে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের আধিকারিকরা। দিল্লিতে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। এর পর কলকাতায় হানা দিল ইডি।
ইডি-র একটি দল এয়ারপোর্টের কাছে মাইকেলনগরে হানা দেয়। দোতলা বাড়ির পুরোটাই একটি লটারি সংস্থার পূর্বাঞ্চলীয় দফতর। এই বাড়িতেই রয়েছে লটারির ছাপাখানা। ইডি-র আরেকটি দল লেক মার্কেটে চারুচন্দ্র কলেজের কাছে একটি আবাসনে তল্লাশি চালাচ্ছে। সাত সকালে কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে বিল্ডিং গুলো। তার পর শুরু হয় তল্লাশি।