ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এই বছর আগামী ১৪ মার্চ পালিত হবে দোল উৎসব (Holi 2025)। আর সেই দিনেই চলতি বছরে প্রথমবার হবে চন্দ্র গ্রহণ। গ্রহণ হলে তার একটা অশুভ প্রভাব লক্ষ্য করা যায়। বিশেষ করে দোলের মতো বড় উৎসবের দিনে গ্রহণ পড়লে তার বিশেষ প্রভাব থাকে। সেই কারণে গ্রহণের সময় এমন কিছু কাজ করার কথা বলা হয়, যার ফলে গ্রহণের অশুভ প্রভাব এড়ানো সম্ভব হয়। জেনে নিন গ্রহণের খারাপ প্রভাব এড়াতে কী কী করবেন দোল পূর্ণিমার দিন।
চন্দ্রমন্ত্র জপ (Holi 2025)
চন্দ্রগ্রহণের সময় চন্দ্রমন্ত্র জপ করা অত্যন্ত শুভ। গ্রহণ চলাকালীন জপ করুন ‘ওম সোম সোমায় নমহঃ’। এর ফলে মন শান্ত হবে এবং গ্রহণের অশুভ প্রভাব এড়াতে পারবেন (Holi 2025)।
তুলসী পাতার উপায় (Holi 2025)
গ্রহণ শুরু হওয়ার আগে তুলসী পাতা গাছ থেকে তুলে নিজের কাছে রেখে দিন (Holi 2025)। তুলসী পাতার পজ়িটিভ এনার্জি গ্রহণের নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে রাখবে। এছাড়া পানীয় জল, রান্না করা খাবার, ঘি ও আচারে তুলসী পাতা রেখে দিন। এই কাজ করলে গ্রহণের প্রভাবে খাবার অশুদ্ধ হয়ে যাবে না।
স্নান
গ্রহণ ছেড়ে গেলে স্নান করে নিন। এর ফলে আপনার শরীর ও মন শান্ত হবে। গ্রহণের পর নিজের ঘর পরিষ্কার করতে ভুলবেন না। এই কাজ করলে গ্রহণের অশুভ প্রভাব আপনি এড়াতে পারবেন। স্নান করার সময় গায়িত্রী মন্ত্র জপ করুন। স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে নিতে ভুলবেন না।
আরও পড়ুন: Saptagrahi Yog: মীন রাশিতে গঠিত হবে বিরল সপ্তগ্রহী যোগ, ভাগ্য বদলাবে কোন রাশির
শিবপুজো
দোলের দিন গ্রহণ চলাকালীন মহাদেবের আরাধনা করুন। এর ফলে গ্রহণের অশুভ প্রভাব আপনার ওপর ছায়া ফেলতে পারবে না। আসলে মহাদেবের মাথাতেই যেহেতু চাঁদের অবস্থান, তাই শিবকে চাঁদের অধিপতি বলে মনে করা হয়। মহাদেবের পুজো করলে গ্রহণের অশুভ ছায়া আপনার ওপর পড়বে না।
দরিদ্রসেবা
চন্দ্রগ্রহণের দিন দরিদ্রদের সাধ্যমতো দান করুন। এর ফলে আপনি ও আপনার পরিবার চন্দ্রদেবের কৃপা লাভ করবেন। গ্রহণের দিন অভাবী মানুষদের খাদ্য ও বস্ত্র দান করুন। এর ফলে আপনার সংসারে সমৃদ্ধি বজায় থাকবে।