ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বড় পর্দায় দাম্পত্য জীবনের অব্যক্ত কথা। সারা জীবন একসঙ্গে কাটানোর পরেও, অনেক কথা না বলা থাকে। সেই অব্যক্ত অভিমান, অনুভূতি, অভিযোগের একটি রাতের গল্প নিয়ে আসছে ‘এই রাত তোমার আমার’ (Ei Raat Tomar Amar)। বড় পর্দায় পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay) মেলাচ্ছেন অপর্ণা সেন (Aparna Sen) এবং অঞ্জন দত্তকে।
দাম্পত্য জীবনের অব্যক্ত কথা (Ei Raat Tomar Amar)
অন স্ক্রিনে অঞ্জন দত্ত (Anjan Dutt) এবং অপর্ণা সেনের কেমিস্ট্রি আগা গোড়াই সিনেপ্রেমীদের প্রিয়। এই জুটি বড় পর্দায় ফিরতেই কৌতূহলী সিনেপ্রেমীরা। ইতিমধ্যেই ছবিটির পোস্টার প্রকাশ্যে এসেছে (Ei Raat Tomar Amar)। ছবিটি মুক্তি পেতে চলেছে নতুন বছরের জানুয়ারিতে, অর্থাৎ ২০২৫ এর ৩১ জানুয়ারি। ছবিটির পরিচালনায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। প্রযোজনায় এসভিএফ। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির স্ক্রিনিং ছিল। সেখানে চমৎকার সাড়া পেয়েছে। আশা করা হচ্ছে, ছবিটি তিন প্রজন্মের দর্শক পছন্দ করবে।
অপর্ণা-পরমব্রতর বক্তব্য (Ei Raat Tomar Amar)
‘এই রাত তোমার আমার’ (Ei Raat Tomar Amar) ছবি নিয়ে অভিনেত্রী অপর্ণা সেনের বক্তব্য, এই ছবিতে তাঁর থাকার একমাত্র কারণ অঞ্জন দত্ত। অঞ্জনের পরিচালনায় কিংবা অঞ্জনের সঙ্গে অভিনয় করাটা তাঁর কাছে বেশ আনন্দের। তাছাড়া পরম পরিচালিত এই ছবিতে তিনি কাজ করে ভীষণ খুশি।
আরও পড়ুন: Amar Sangi Upcoming Episode: রাজ-শ্রীর মাঝে এন্ট্রি নেবে সৈরিতি, ‘অমর সঙ্গী’তে আসছে নতুন টুইস্ট
কী বলছেন পরিচালক?
অপরদিকে পরিচালক হিসেবে পরমব্রতর বক্তব্য, ছবিটির ধারণা তাঁর হৃদয়ের খুব কাছাকাছি। বয়ষ্কদের সাথে জড়িত বিষয় এবং কয়েক দশক ধরে টিকে থাকা সম্পর্কের সিক্রেট সবসময় তাকে আগ্রহী করে। আর সেই বিষয়গুলোই তিনি ছবিতে যথাযথ ভাবে প্রতিফলিত করার চেষ্টা করেছেন।
পর্দায় অঞ্জন-অপর্ণা জুটির ম্যাজিক
পর্দায় অঞ্জন-অপর্ণা জুটি মানেই নতুন ম্যাজিক তৈরি করবে, এমনটাই ধারণা বহু দর্শকের। সম্পর্কের সমীকরণে এই গল্প। দাম্পত্যের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যায় সেই সমীকরণ। তখন স্মৃতির ফ্রেমে বন্দী হয়ে যায়, ফেলে আসা দিনগুলো। কিন্তু প্রশ্নটা হল, ঠিক কতটা টান থাকলে, জীবনের পঞ্চাশটা বসন্ত একসঙ্গে পার করা যায় ? সেই প্রশ্নই রয়েছে এই ছবিতে।
সিনেমার সঙ্গে বাস্তবের মিল
বহু দম্পতি আছেন, যারা সারা জীবন এক ছাদের তলায় থাকেন। কিন্তু মনের কথা সম্পূর্ণ ভাগ করতে পারে না। থেকে যায় অনেক না বলা কথা। তারপর কোনও এক রাতে যদি হঠাৎ মনে হয়, এবার সব কথা বলা দরকার, নইলে এতগুলো বছরের যে সংসার যাপন, সেখানে ঠকানো হবে। এই বিষয়টা নিয়েই সিনেমার গল্প। বৃদ্ধ বয়সে দাম্পত্য যাপনটা ঠিক কেমন হয়? এক্ষেত্রে সিনেমার সঙ্গে বাস্তবের মিল পাবেন।
আরও পড়ুন: Khadaan: দেবের সঙ্গে নতুন নায়িকাদের কাজ, বাজেট কমাতেই কি এমন প্ল্যানিং!
পরিচালক পরমব্রতর জনপ্রিয়তা
পরিচালক হিসেবে বর্তমানে টলিপাড়ায় পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের যথেষ্ট নাম রয়েছে। এর আগেও তিনি কমেডি, হরর সহ নানান ধরনের ছবি এক্সপ্লোর করে ফেলেছেন। তবে এবার সম্পর্কের সমীকরণ নিয়ে ধরা দিতে চলেছেন দর্শকের সামনে। যেখানে বলবেন এক নিঃসঙ্গ দম্পতির গল্প।
ছেলের ভূমিকায় পরমব্রত
গল্প অনুযায়ী, পঞ্চাশতম বিবাহ বার্ষিকীতে মারণ রোগে আক্রান্ত স্ত্রীর কাছে স্বামী সেই ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণ করবে। যার পাশাপাশি থাকবে চেনা অচেনা অনেক কাহিনী। এই গল্পে বেশি মেদ নেই। একেবারে টানটান চিত্রনাট্য। আর তাছাড়া অঞ্জন দত্ত আর অপর্ণা সেনের মতো দুজন বিখ্যাত অভিনেতা। এই সিনেমায় তাদের অভিনয় অত্যন্ত সাবলীল। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হল, এই ছবিতে পরিচালনার পাশাপাশি, ছেলের ভূমিকাতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়।