ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত কয়েক মাস ধরে যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। লেবাননে IDF বিমান হামলায় নিহত ৮ জন। গত সেপ্টেম্বর মাস থেকে লেবাননে বিমান হামলা বাড়িয়েই চলেছে ইজরায়েল। হিজবুল্লা গোষ্ঠী কাসেমকে নতুন নেতা হিসেবে ঘোষণা করার পর থেকেই বেড়েই চলেছে আক্রমণের ঝাঁজ! মঙ্গলবার ফের লেবাননের ৩টি আবাসিক ভবনে হামলার অভিযোগ উঠেছে।
অন্যদিকে, ইজরায়েলের উপরে বদলা নিতে প্রস্তুত ইরান। আবার ইরানকেও ছেড়ে কথা বলছে না নেতানিয়াহুর সেনা। এই যুদ্ধ কত দূর গড়াবে, পরমাণু যুদ্ধের আকার নেবে কি না, তা নিয়ে হাজারো জল্পনার মাঝেই এবার আমেরিকার হাতে এল বড় তথ্য। আমেরিকার দাবি, ৪ হাজার মিসাইল দিয়ে ইজরায়েলের উপরে হামলা চালাতে পারে ইরান। আজই এই হামলা হতে পারে। এদিকে, হাত গুটিয়ে নেই ইজরায়েলও। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের সমস্ত পরমাণু কেন্দ্র ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
আরও পড়ুন: https://tribetv.in/a-father-has-been-accused-of-murdering-a-five-year-old-girl-by-strangulation/
গাজা যুদ্ধের মাঝেই গত জুলাই মাস থেকে সংঘাত তীব্র হয়েছে ইজরায়েল ও হেজবোল্লার মধ্যে। ইজরায়েল অধিকৃত গোলান মালভূমির এক ফুটবল স্টেডিয়ামে আছড়ে পড়েছিল শিয়া জঙ্গি সংগঠনটির রকেট। হামলায় মৃত্যু হয় ১২ জনের। এই ঘটনাতেই আগুনে ঘৃতাহুতি পড়ে।
আরও পড়ুন: https://tribetv.in/bandar-kalibari-puja-is-held-according-to-tradition-kalipuja-2024/
সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে লেবাননে আক্রমণের ঝাঁজ বাড়ায় ইজরায়েল। ২৭ সেপ্টেম্বর ইজরায়েলি সেনার অভিযানে নিহত হন নাসরাল্লা। কয়েকদিনের মধ্যেই তাঁর উত্তরসূরি হাশেম সাফেদ্দিনকেও খতম করে আইডিএফ। এবার হেজবোল্লার প্রধান হিসাবে উঠে এল নতুন নাম কাসেম ।