ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেখতে দেখতে ২০০ পর্বের গণ্ডি পেরোল স্টার জলসার (Star Jalsha) ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ (Rangamati Tirandaj)। একদিকে রয়েছে পাইলট একলব্য, অপরদিকে রয়েছে তীরন্দাজ মেয়ে রাঙামতি। দু’জনের কেমিস্ট্রি যে দর্শক পছন্দ করছে, তা বলাই বাহুল্য। আর সেটা বলে দিচ্ছে সাম্প্রতিক সময়ের টিআরপি। প্রায় সাত মাস হয়ে গেল, একলব্য এবং রাঙামতি (Rangamati) অর্থাৎ নীলাঙ্কুর মুখার্জি (Nilankur Mukhopadhyay) আর মনীষা মন্ডল (Manisha Mandal) একসাথে কাজ করছেন। দু’জনের মধ্যে সম্পর্ক কেমন? খোঁজ নিলে ট্রাইব টিভি।
রাঙামতির পাশে থাকতে চায় একলব্য (Rangamati Tirandaj)
রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের জন্য অভিনেতাকে শিখতে হয়েছে প্লেন চালানো (Rangamati Tirandaj)। অপরদিকে মনীষাকে শিখতে হচ্ছে তীর চালানো। রাঙামতি এবং একলব্যের বিয়ে হয়েছিল পারিপার্শ্বিক টানাপোড়েনে। যদিও আগের থেকে তাদের সম্পর্ক এখন অনেক ভালো। বলা ভালো, তাদের সম্পর্ক এখন একটা বন্ধুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এরপর তাদের সম্পর্ক কোনদিকে মোড় নেবে, তারা নিজেরাও জানে না। একলব্য সবসময় চায় রাঙামতির পাশে থাকতে। সে যথাসাধ্য চেষ্টাও করে। পাশাপাশি দু’জনকেই পারিবারিক নানান সমস্যা সমাধান করতে হয়।
অফ ক্যামেরা দু’জনের বন্ধুত্ব (Rangamati Tirandaj)
রাঙামতি তীরন্দাজ ধারাবাহিক হচ্ছে বেশ কয়েক মাস পেরিয়ে গিয়েছে (Rangamati Tirandaj)। নীলাঙ্কুর এবং মনীষা অফ ক্যামেরা খুব ভালো বন্ধু। অভিনয়ের জগতে নীলাঙ্কুর মনীষার থেকে অনেক সিনিয়র। আর এটা মনীষার প্রথম কাজ।
আরও পড়ুন: Srijit Mukherji Health Update: হৃদরোগ নয়, সৃজিতের অন্য সমস্যা! কবে ছুটি? জানাল হাসপাতাল
বিগত কাজ নিয়ে ভাবেন না নীলাঙ্কুর
টলি ইন্ডাস্ট্রিতে এর আগেও ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা গিয়েছে নীলাঙ্কুরকে। অভিনেতার আগের কাজ মনীষার সেভাবে দেখা হয়নি। যদিও নীলাঙ্কুর বিগত কাজের দিকে খুব একটা ফিরে তাকান না। এ প্রসঙ্গে আগে একবার ট্রাইব টিভির সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন,” যদি আমার নিজস্ব কোনও ভালোলাগা থাকে, তবে সেটা আমার মনের মধ্যে থেকে যায়। তবে আমি আশা করি না যে কেউ আমার কাজ দেখে আসবে। এটা ভাবা মানে, একটা বোঝা চাপিয়ে দেওয়া। কারণ আমার বিপরীত দিকে মানুষটা যদি আমাকে নতুন হিসেবে দেখে, আমিও তাকে নতুন হিসেবে দেখি। কিছু কিছু কাজের ক্ষেত্রে জানা এবং না জানার মধ্যে পার্থক্য থাকে। সেটা আমিও পেয়ে এসেছি।”
অন ক্যামেরা দৃশ্য ভালো হওয়ার কারণ
মনীষা নীলাঙ্কুরের থেকে অনেক কিছু শিখছে। তবে নীলাঙ্কুরের একটা বৈশিষ্ট্য মনীষার বেশ অপছন্দ। সেটা হল, নীলাঙ্কুর খুব কম কথা বলেন। অপরদিকে মনীষার যে বৈশিষ্ট্যটি নীলাঙ্কুর সবথেকে বেশি পছন্দ করেন, সেটি হল মনীষা মাটিতে পা রেখে চলেন। অর্থাৎ অভিনেত্রী খ্যাতি কিংবা জনপ্রিয়তার স্রোতে গা ভাসাননি। দু’জনের মধ্যে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। যার কারণে অন ক্যামেরা দু’জনের দৃশ্য খুব ভালো হয়।