ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহারাষ্ট্রে ‘ভূমিকা’ বদল (Eknath Shinde)। দীর্ঘ টালবাহানার পর মুখ্যমন্ত্রী থেকে উপমুখ্যমন্ত্রী হলেন। তৃতীয়জন আগেও উপমুখ্যমন্ত্রী ছিলেন, এখনও তাই রইলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেবেন্দ্র ফড়ণবীস (Devendra Fadnavis)। আর সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন।
ডেডিকেটেড কমন ম্যান শিন্ডে (Eknath Shinde)
গত কয়েকদিনের রাজনৈতিক জল্পনার পর বৃহস্পতিবার মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। মুখ্যমন্ত্রীর পরিবর্তে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন একনাথ শিন্ডে (Eknath Shinde)। পদাবনতির পরেই নিজেকে কমন ম্যান থেকে ডেডিকেটেড টু কমন ম্যান হিসেবে ঘোষণা করলেন উপমুখ্যমন্ত্রী শিন্ডে।
পদাবনতির ফলে ক্ষুব্ধ শিন্ডে ? (Eknath Shinde)
এতদিন যিনি ছিলেন মুখ্যমন্ত্রী, এখন তিনি হয়েছেন উপমুখ্যমন্ত্রী (Eknath Shinde)। রাজনীতি থেকে প্রশাসন-সব মহলই বলছে, পদাবনতি হয়েছে একনাথ শিন্ডের। হয়তো শিন্ডেও বুঝেছেন তা। হয়তো তাই সাধারণ মানুষের আরো কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। বলতে চাইছেন তিনি যখন সিএম ছিলেন তখন নিজেকে চিফ মিনিস্টার ভাবেননি। ভাবতেন সিএম মানে কমন ম্যান । এখন তিনি ডিসিএম। নিজেকে উপমুখ্যমন্ত্রীও ভাবছেন না শিন্ডে। ভাবছেন ডেডিকেটেড টু কমন ম্যান, মানে আমজনতার জন্য উৎসর্গীকৃত।
আরও পড়ুন: Yunus Nobel: ‘ইউনুসের নোবেল কারা হোক’! নরওয়ের নোবেল কমিটিকে চিঠি বিজেপি সাংসদের
শপথের আগের রাতেও শিন্ডে বলতে পারেননি উপমুখ্যমন্ত্রী পদে আদেও শপথ নেবেন কিনা। বৃহস্পতিবার সন্ধেয় তিনি শপথ নেন উপমুখ্যমন্ত্রী পদে। তবে কি যন্ত্রনা হচ্ছে শিন্ডের? তিনি ছিলেন উদ্ধব ঠাকরের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী, ছিলেন না উপমুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হতে সেই তিনি ভেঙে ছিলেন উদ্ধবের দল শিবসেনাকে, গড়ে ছিলেন শিবসেনা (শিন্ডে)। বিজেপির হাত ধরে সরকার গড়েছিলেন মহারাষ্ট্রে। তখন সংখ্যায় বেশি ছিল বিজেপি তবু মুখ্যমন্ত্রী হয়েছিলেন শিন্ডে । গত ২৩ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। বিজেপি, এনসিপি এবং শিন্ডের শিবসেনার জোট মহাযুতি ২০০-র বেশি আসন পায়। ফলাফলের পর প্রায় ২ সপ্তাহ মুখ্যমন্ত্রিত্ব নিয়ে জল্পনা জারি ছিল।
আরও পড়ুন: Congress protests: আদানি নিয়ে উত্তাল সংসদ, সংবিধান হাতে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কার
দেবেন্দ্রর উপ একনাথ শিন্ডে
এবারের ভোটের ফলেও আসন সংখ্যা বেশি বিজেপিরই। শিন্ডের আশা ছিল তাঁকেই মুখ্যমন্ত্রী রাখবে বিজেপি। এবার সে পথ ধরেনি বিজেপি। শিন্ডের মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস (Devendra Fadnavis) এবার হয়েছেন মুখ্যমন্ত্রী। শিন্ডেকে হতে হয়েছে তার উপ । তাই কি আশাহত শিন্ডে ? তাই কি পদাবনতিকে পদোন্নতি দেখাতে চাইছেন? তাই কি কমন ম্যান থেকে হবেন ডেডিকেটেট কমন ম্যান?
বিশ্বাসঘাতকতা করা একনাথকে ভরসা করবে বিজেপি ?
সাধারণ মানুষের আরো কাছে যেতে হারও কি মেনে নিতেন একনাথ শিন্ডে? নাকি এ তাঁর যন্ত্রণার বহিঃপ্রকাশ? যন্ত্রনা ছিল বলেই এক সময় তিনি উদ্ধবের হাত ছেড়ে ধরেছিলেন বিজেপির হাত। সেই কারণেই সুযোগ পেলেই ছাড়বেন না তো বিজেপির হাত ? ফের জোট বাঁধবেন না তো উদ্ধবের সঙ্গে ? একবার নিজের দলের নেতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা একনাথ শিন্ডেকে কি ভরসা করতে পারছে বিজেপি ? জোট জল্পনা মহারাষ্ট্রের রাজনীতিতে ।