ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কর্নাটকে সাইবার (Cyber Fraud Case) প্রতারকদের অত্যাচারে আত্মঘাতী হলেন নিঃসন্তান বৃদ্ধ দম্পতি। মৃতদেহের পাশে মেলে সুইসাইড নোট। সেখান থেকেই জানা যায় সাইবার প্রতারকদের অত্যাচারেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ওই দম্পতি। প্রতারকদের খোঁজ শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
আধিকারিক সেজে ফোন করা হত (Cyber Fraud Case)
নিঃসন্তান এই দম্পতি বাড়িতে একাই থাকতেন। কর্নাটকের বেলাগাভির বাসিন্দা ৮৩ বছরের দিয়াঙ্গো নাজারাত এবং তাঁর স্ত্রী ৭৯ বছরের প্লাইভিয়ানা নাজারাত। দু’জনেই মহারাষ্ট্র সেক্রেটারিয়েটে কর্মরত ছিলেন। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিক সেজে তাঁদের ফোন করা হত (Cyber Fraud Case)। নিয়মিত ভয় দেখানো হত। এভাবে তাঁদের কাছ থেকে মোট ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু জানা যাচ্ছে ওই দম্পতি পুলিশের দ্বারস্থ হননি।
প্রথম দফাতেই পাঁচ লক্ষ (Cyber Fraud Case)
পুলিশ জানিয়েছে, প্রথমে ভিডিয়ো কলের মাধ্যমে দম্পতির সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রতারকেরা। নিজেদের তাঁরা দিল্লি পুলিশের অপরাধদমন শাখার আধিকারিক বলে পরিচয় দিয়েছিলেন। দম্পতিকে তাঁরা জানান, তাঁদের মোবাইল নম্বর এবং পরিচয়পত্র ব্যবহার করে নানা অপরাধমূলক কাজ করা হয়েছে। দিল্লি পুলিশের খাতায় উঠে গিয়েছে তাঁদের নাম। এবং এই ভয় দেখিয়ে প্রথম দফাতেই চাওয়া হয় পাঁচ লক্ষ টাকা। তারপর ধীরে ধীরে দেওয়া হয় ৫০ লক্ষ।
আরও পড়ুন: Noida Fire Accident: হস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড! বাঁচতে গিয়ে তিনতলা থেকে পা পিছলে নীচে ছাত্রী
লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন তাঁরা
বেলাগাভিতে নিজেদের বাড়ির ভিতরেই বৃদ্ধের রক্তাক্ত দেহ পড়ে ছিল। পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটেছেন তিনি। তাঁর স্ত্রীর দেহে আঘাতের চিহ্ন ছিল না। তিনি বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন বলে মনে করা হচ্ছে। সুইসাইড নোট থেকে জানা গিয়েছে, সাইবার অপরাধে লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন তাঁরা। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।