ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গ খসড়া ভোটার তালিকা প্রকাশিত করল জাতীয় নির্বাচন কমিশন। নির্ভুল ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা জন্য মঙ্গলবার (১২ নভেম্বর) থেকে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে যা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। বিশেষ প্রচারের দিন শনিবার এবং রবিবার।
১৬ নভেম্বর থেকে ১৭,২৩, ২৪ ও ৩০ তারিখ এবং ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ৭ এবং ৮ ডিসেম্বর থাকবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর থেকে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। ভোটার তালিকায় নাম সংযোজন করা বা সংশোধন করার জন্য বেশ কয়েকটি ফর্ম পূরণ করতে হবে। যেমন ভোটার তালিকায় নতুন নাম তোলার জন্য ফর্ম ৬ ফিলাপ করতে হবে।
যদি কারোর নাম বিয়োজন, প্রস্তাবিত অন্তর্ভুক্তি বিপক্ষে আপত্তির জন্য ফর্ম ৭ ভর্তি করে জমা দিতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে। এছাড়া যদি কারোওর বাসস্থান পরিবর্তন, ভোটার কার্ডে পরিবর্তন, তথ্য সংশোধন বা প্রতিবন্ধী হিসাবে চিহ্নিত করার জন্য ফর্ম ৮ ফিলাপ করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। এছাড়া ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকারণ করার জন্য ইচ্ছুক ভোটার ফর্ম ৬বি ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর।
আরও পড়ুন: https://tribetv.in/actor-manoj-mitra-passes-away/
আরও পড়ুন: https://tribetv.in/wb-cm-mamata-banerjee-ask-for-vote-upcoming-byelection-2024/
জানা গিয়েছে, তার জন্য ভোটকেন্দ্রে ব্লক লেভেল অফিসার বা বিএলওর কাছে ফর্ম পূরণ করে জমা দিতে হবে। অথবা অনলাইনে আবেদন জানাতে পারবেন সাধারণ মানুষ। তার জন্য ক্লিক করতে হবে voters.eci.gov.in বা ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করে ও নিজেদের আবেদন জমা দিতে পারবেন। প্রসঙ্গত, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর চূড়ান্ত তালিকা তৈরি করার কাজ শুরু করবে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর।