ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে আমেরিকান (Elon Musk) অভিনেত্রী আইয়ো এডেবরি সরাসরি ইলন মাস্কের বিরুদ্ধে আঙুল তুলেছেন। তাঁর দাবি, এক্স প্ল্যাটফর্মে মাস্কের মাধ্যমে ছড়ানো ভুয়ো তথ্য তাঁর জীবনে বিপর্যয় ডেকে এনেছে। এমনকি, এই ঘটনায় তিনি প্রাণনাশের হুমকিও পেয়েছেন।
মাস্কের পোস্ট (Elon Musk)
ঘটনার সূত্রপাত যখন এক দক্ষিণপন্থী সংগঠন (Elon Musk) একটি অসমর্থিত সূত্র থেকে দাবি করে, ‘পাইরেটস অফ দি ক্যারিবিয়ান’ সিরিজে নতুন মুখ হিসেবে দেখা যাবে আইয়ো এডেবরিকে। আর জনি ডেপের পরিবর্তে তাঁকে নেওয়া হচ্ছে। এই খবরটি ইলন মাস্ক নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করেন এবং সেখানে ‘ডিজ়নি সাকস’ লিখে মন্তব্যও করেন। মাস্কের এই পোস্ট থেকেই বিতর্কের সূত্রপাত ঘটে।
ভুয়ো খবর! (Elon Musk)
আইয়ো এডেবরি এই বিতর্কিত পোস্টটি রি-টুইট করে মাস্ককে ‘মূর্খ’ এবং ‘ফ্যাসিস্ট’ বলে (Elon Musk) উল্লেখ করেছেন। তিনি লেখেন, “এই লোকটির জন্য আমি প্রাণনাশের হুমকি পেয়েছি এবং বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হয়েছি। একটি ছবির ভুয়ো খবরের জন্য, যা সম্পর্কে আমি জানিই না। আমার মনে হয়, এই মানুষটি ফ্যাসিস্ট।” আইয়ো এই ক্ষেত্রে নাজি বাহিনীর স্লোগান ‘সে হেলিং’-এরও উল্লেখ করেন, যা বিতর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে।
আরও পড়ুন: Bangladesh Armed Force: বাংলাদেশ সেনার বিশেষ ক্ষমতার বৃদ্ধি, জারি বিজ্ঞপ্তি!
স্প্যারোর চরিত্রে জনি ডেপ
‘দ্য পাইরেটস অফ দি ক্যারিবিয়ান’ সিরিজে জনি ডেপ ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সিরিজের পাঁচটি ছবিতে ডেপের ভূমিকা ছিল অত্যন্ত জনপ্রিয়। তবে, সম্প্রতি জনি ডেপের বিরুদ্ধে তাঁর প্রাক্তন স্ত্রীর দায়ের করা মামলার কারণে এই সিরিজের পরবর্তী ছবি তৈরির পরিকল্পনা থমকে গেছে। প্রযোজক জেরি ব্রাকেমার আগে জানিয়েছিলেন, ষষ্ঠ ছবির কথাও ভাবা হচ্ছে, তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ
ইলন মাস্কের বিরুদ্ধে এর আগে বিভিন্ন সময় ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। বিশেষ করে ভারত ও আমেরিকার নির্বাচনের সময় এই ধরনের অভিযোগের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বর্তমান পরিস্থিতিতে, আইয়ো এডেবরির অভিযোগটি আবারও মাস্কের তথ্যের সত্যতা এবং তাঁর সমাজ মাধ্যমের আচরণ নিয়ে প্রশ্ন তুলছে।