ট্রাইব টিভি ডিজিটাল বাংলা: সম্প্রতি, এলন মাস্ক তার অদ্ভুত (Elon Musk) কৌতূহল ও দক্ষতার জন্য খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। ১৫ মার্চ, ২০২৫ ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগোতে অনুষ্ঠিত একটি স্পেশাল ডিনারের সময়, মাস্ককে দেখা যায় একটি আঙুলের ডগায় একটি কাঁটা চামচ এবং দুইটি চামচ নিয়ে ব্যালেন্স করতে। এই কৌতুকপূর্ণ কর্মকাণ্ডটি নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মাস্কের মজার কাণ্ড (Elon Musk)
ভিডিওটি শুরু হয় মাস্ককে ট্রাম্পের পাশে টেবিলে বসে থাকতে দেখা (Elon Musk) যাওয়ার মাধ্যমে। খাবার আসার অপেক্ষা করার সময়, তিনি নিজের জন্য একটি মজাদার কাজ বেছে নেন, যা নেটিজেনদের মতে সকলের জন্য সহজ ছিল না। তার টেবিলের অন্যান্য অতিথিরা মাস্কের এই কর্মকাণ্ডে তেমন মনোযোগ দেননি, হয়তো তারা লক্ষ্যই করেননি বা তার মজার প্রচেষ্টা উপেক্ষা করেছেন।
ভাইরাল ভিডিও (Elon Musk)
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ইউজার ‘শেফ এক্স’ এই ক্লিপটি ২২ মার্চ শেয়ার করে, যা ইতিমধ্যেই ৭.৫ মিলিয়ন ভিউ পেয়েছে। অন্য একজন ইউজার এটি শেয়ার করে লেখেন, “ডিনারের বিনোদন।” এলন মাস্ক এই পোস্টের উত্তর দিয়ে লেখেন, “একটি কাঁটা চামচ এবং দুইটি চামচ আমার আঙুলের ডগায় ভারসাম্য রাখা।”

আরও পড়ুন: Trump Voter Deported: বেআইনি অভিবাসন, হানিমুন থেকে ফিরেই গ্রেফতার স্ত্রী! সিদ্ধান্তে অনড় স্বামী
স্বাভাবিকভাবেই মাস্কের এই নতুন রূপ মাস্ক অনুরাগীদের বিস্তর পছন্দ হয়েছে। অনেকেই বলছেন বহুদিন পর মাস্ককে এমন খোশমেজাজে দেখা গেছে।