ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জম্মু-কাশ্মীর ফের রক্তাক্ত। বৃহস্পতিবার সকাল থেকে কিস্তওয়ার জেলার সিংপোরা এলাকায় শুরু হয়েছে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই(Encounter in Jammu and Kashmir)। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে একটি জঙ্গি দলকে ঘিরে ফেলে যৌথ বাহিনী, শুরু হয় তীব্র গুলির লড়াই। সেনা সূত্রে জানা গিয়েছে, অন্তত তিন থেকে চার জন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে।সূত্রের খবর, স্থানীয়দের সাহায্যে জঙ্গিদের গতিবিধি সম্পর্কে নিশ্চিত হয় নিরাপত্তাবাহিনী। এরপরেই এলাকা ঘিরে ফেলে পুলিশ ও সেনার যৌথ বাহিনী (INDIAN ARMY)। প্রথমেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে পাল্টা জবাব দেয় বাহিনী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল এবং পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে বাহিনী।
পহেলগাঁও হামলার পর জোরদার অভিযান (Encounter in Jammu and Kashmir)
গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁও এলাকায় সেনাবহরে হামলা চালায় জঙ্গিরা (Encounter in Jammu and Kashmir) । সেই ঘটনায় প্রাণ হারান একাধিক সেনা জওয়ান। পহেলগাঁও কাণ্ডের পরই জম্মু-কাশ্মীর জুড়ে সন্ত্রাস দমন অভিযানে গতি আনে কেন্দ্রীয় সরকার। একাধিক জায়গায় চালানো হয় তল্লাশি, জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়।সাম্প্রতিক তথ্য বলছে, ১৩ থেকে ১৫ মে-র মধ্যে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান ও পুলওয়ামার ত্রাল এলাকায় চালানো অভিযানে মোট ৬ জন জঙ্গিকে নিকেশ করেছে সেনা ও কাশ্মীর পুলিশ। তল্লাশি চালানো হচ্ছে পহেলগাঁও হামলায় জড়িতদের খোঁজে, যদিও এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি।
পাকিস্তানে জঙ্গিঘাঁটিতে বড়সড় আঘাত (Encounter in Jammu and Kashmir)
কাশ্মীর সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে ভারতীয় সেনা সম্প্রতি শুরু করেছে এক বিশেষ সামরিক অভিযান – ‘অপারেশন সিঁদুর’(Encounter in Jammu and Kashmir)। ৬ মে রাতে শুরু হওয়া এই অভিযানে পাক অধিকৃত কাশ্মীরের ভেতরে থাকা অন্তত ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে সেনা। সেনা সূত্রে জানা গিয়েছে, এই ঘাঁটিগুলি থেকে প্রশিক্ষণ ও অস্ত্র মজুদের কাজ চলছিল, এবং ভারতীয় ভূখণ্ডে জঙ্গি অনুপ্রবেশের পরিকল্পনা হচ্ছিল।

আরও পড়ুন: India Pakistan Tensions : আর কত দিন ভারতীয় বিমানের জন্য বন্ধ থাকবে পাক আকাশসীমা?
স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক ও সেনার বার্তা (Encounter in Jammu and Kashmir)
একদিকে যেমন সেনা-পুলিশের তৎপরতায় এলাকাজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে, তেমনি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবারও আতঙ্ক ফিরে এসেছে (Encounter in Jammu and Kashmir)। কিস্তওয়ার অঞ্চলে দীর্ঘদিন শান্তি বজায় থাকলেও এই হঠাৎ সংঘর্ষ পরিস্থিতি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।তবে সেনা ও প্রশাসনের তরফে জানানো হয়েছে, নাগরিকদের নিরাপত্তাই তাঁদের প্রথম অগ্রাধিকার। জম্মু ও কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে বলে জানিয়েছে বাহিনী।

জঙ্গি দমন ও উপত্যকার শান্তি (Encounter in Jammu and Kashmir)
কাশ্মীর উপত্যকায় জঙ্গি কার্যকলাপ বন্ধে একাধিকবার পদক্ষেপ নিয়েছে ভারত সরকার(Encounter in Jammu and Kashmir)। তবে সময়-সময় সেই চক্রান্ত ফের মাথাচাড়া দিয়ে উঠছে। সিংপোরার এই সংঘর্ষ সেই ধারাবাহিকতাতেই এক নতুন সংযোজন। তবে জঙ্গি দমন ও উপত্যকার শান্তি বজায় রাখতে সেনার দিক থেকে যে কড়া বার্তা দেওয়া হয়েছে, তা ফের একবার স্পষ্ট হয়ে গেল।