ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন করে উত্তপ্ত উপত্যকা। জম্মু ও কাশ্মীরে(Jammu and Kashmir) গুলির বর্ষণ।কর্তব্যরত সেনাদের লক্ষ্য করে চলল গুলি। সোমবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায়(Kupwara) নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি অভিযান শুরু হলে সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন জঙ্গিরা। তবে ওই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
কাশ্মীরে মাথা চাড়া দিচ্ছে সন্ত্রাসবাদীরা(Jammu and Kashmir)
জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরে(Jammu and Kashmir) নতুন করে মাথা চাড়া দিচ্ছে সন্ত্রাসবাদীরা। গত বছরের শেষ থেকেই উপত্যকায় নিজেদের কার্যকলাপ বাড়ানোর চেষ্টা চালাচ্ছে তারা। আর এই আবহেই জম্মু ও কাশ্মীরের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুপওয়ারার হান্দওয়ারা অঞ্চলের একটি গ্রামে কিছু জঙ্গি লুকিয়ে আছে বলে খবর আসে নিরাপত্তারক্ষীদের কাছে।
সোমবার ভোরে যৌথ অভিযান
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেনার কাছে গোপন সূত্রে আগে থেকেই খবর ছিল যে, জম্মু ও কাশ্মীরের(Jammu and Kashmir) উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুপওয়ারার হান্দওয়ারার ক্রুমহুরা গ্রামে লুকিয়ে রয়েছেন দুই জঙ্গি। এই তথ্যের ভিত্তিতে সোমবার ভোর থেকে ওই গ্রাম ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ দল। সূত্রের খবর, যৌথবাহিনী তল্লাশি শুরু করতেই জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। তবে ‘চুপ’ করে থাকেনি জওয়ানরা। তারা চালিয়েছে পাল্টা গুলি। তার পরেই শুরু হয় দু’পক্ষে গুলির লড়াই।
আরও পড়ুন: Fact Check: রাবড়ির তাজিয়া আরাধনার ভিডিওটি সাম্প্রতিক নয়, মহাকুম্ভ নিয়ে কিছু বলেছিলেন লালু-পত্নী?
কাশ্মীর পুলিশের বিবৃতি
সোমবার সকালে কাশ্মীর পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘হান্দওয়ারার ক্রুমহুরা-জাচালদারা এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে। শীঘ্রই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।’’
বার বার জঙ্গি হামলায় উদ্বিগ্ন জম্মু-কাশ্মীর সরকার
গত কয়েক মাস ধরেই জম্মু-কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে। সেই আবহেই বিধানসভা নির্বাচনও হয় উপত্যকায়। কখনও সেনার গাড়ি লক্ষ্য করে গুলি-বোমা চলে, আবার কখনও গ্রামে প্রবেশ করে বাড়িতে বাড়িতে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের খোঁজে জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় মাঝেমধ্যেই তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। তবে বার বার জঙ্গি হামলার ঘটনায় উদ্বিগ্ন জম্মু-কাশ্মীর সরকার।