ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে জসপ্রীত বুমরাহের প্রতি ভারতের উন্মাদনার (End Bumrah Obsession) অবসান ঘটাতে হবে, বলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার গ্রেগ চ্যাপেল। ইংল্যান্ডে যেখানে বুমরাহ খেলেছিলেন, সেখানে ভারত দুটি টেস্ট ম্যাচ হেরে যাওয়ার পরিপ্রেক্ষিতে তার এই মন্তব্য এসেছে।
সিরিজে পিছিয়ে ভারত, প্রশ্ন উঠছে বুমরাহকে ঘিরে (End Bumrah Obsession)
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনটি ম্যাচ খেলার পর ইংল্যান্ডের কাছে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত (End Bumrah Obsession)। চমকপ্রদ তথ্য হল, যেসব টেস্টে জসপ্রীত বুমরাহ খেলেছেন, সেগুলোতেই হেরেছে ভারত। পরিসংখ্যান বলছে, বুমরাহ না খেললে ভারত ৭০ শতাংশ ম্যাচ জিতেছে, কিন্তু তিনি দলে থাকলে জয়ের হার কমে দাঁড়ায় ৪০ শতাংশের একটু বেশি। এই পরিসংখ্যান ঘিরে বিশেষজ্ঞদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক গ্রেগ চ্যাপেল বলেছেন, ভারতের উচিত বুমরাহ ঘিরে অতিরিক্ত নির্ভরতা থেকে বেরিয়ে আসা।
দলের খেলা, একার নয়
ESPNcricinfo-তে প্রকাশিত একটি কলামে চ্যাপেল লেখেন, ক্রিকেট একটি দলগত খেলা। ভারত কেবল তখনই জিততে পারে, যখন তারা দল হিসেবে মাঠে নামে। চ্যাপেল লেখেন, “বুমরাহকে ঘিরে এত আলোচনা আসল ব্যাপারটা আড়াল করে দিচ্ছে। সম্প্রতি বহু ম্যাচে বুমরাহ ছাড়াও জিতেছে ভারত। জয়ের চাবিকাঠি ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং সামগ্রিক পারফরম্যান্স। দল জেতে, যখন প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করে। অধিনায়ক নিশ্চিত করে, প্রত্যেক খেলোয়াড় পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট, আত্মবিশ্বাসী এবং দৃঢ়প্রতিজ্ঞ। এটাই সাফল্যের সূত্র।”
আরও পড়ুন: Ons Jabuer: “আবার বাঁচতে চাই”! টেনিস কোর্ট থেকে বিরতি নিচ্ছেন ওন্স জাবিউর
গিলের সামনে বড় পরীক্ষা (End Bumrah Obsession)
চ্যাপেল আরও বলেন, ম্যানচেস্টারে অনুষ্ঠিত হতে চলা টেস্ট ম্যাচটি হবে অধিনায়ক শুভমান গিলের জন্য এক নির্ধারক মুহূর্ত (End Bumrah Obsession)। সেখানে গিলকে দলের মানদণ্ড স্থির করতে হবে এবং বাকিদের সে মানদণ্ডে দাঁড় করাতে হবে। চ্যাপেলের ভাষায়, “যদি গিল সত্যিই একজন মহান টেস্ট অধিনায়ক হতে চান, তাহলে এটাই তাঁর মুহূর্ত। শুধু ব্যাট দিয়ে নয়, নেতৃত্ব দিয়েও নিজেকে প্রমাণ করতে হবে। মান তৈরি করুন, সেই মান অন্যদের কাছে দাবি করুন। নিজে দল বাছুন, তাঁদের ওপর আস্থা রাখুন। এবং প্রত্যেক খেলোয়াড় জানুক তাঁর দায়িত্ব কী, ও তা পালন করছে কিনা, সেটা নিশ্চিত করুন।”
ক্রিকেট নায়কদের খেলা নয়, একসঙ্গে লড়ার খেলা
চ্যাপেল লেখেন, ক্রিকেট কেবল কোনও একক নায়কের খেলা নয়। এটি হল পার্টনারশিপের খেলা, দলগত সাফল্যের খেলা। এমন নেতৃত্বের খেলা, যেখানে অধিনায়ক তাঁর চারপাশের খেলোয়াড়দের সেরাটা বের করে আনেন। তিনি লেখেন, “শেষমেশ, ক্রিকেট নায়কদের খেলা নয়। এটি পার্টনারশিপের খেলা। এটি হল দলের খেলা। এবং এমন অধিনায়কদের খেলা, যারা তাঁদের আশপাশের খেলোয়াড়দের সেরা পারফরম্যান্সটা বের করে আনেন।” চ্যাপেল শেষ করেন এই বলে, “যদি গিল স্পষ্ট চিন্তাভাবনা ও দৃঢ় লক্ষ্য নিয়ে দলকে নেতৃত্ব দিতে পারেন, তবে শুধু এই সিরিজ নয়, গোটা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন।”