ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিল্লি হাই কোর্ট সম্প্রতি তিহাড় জেলে বন্দি (Engineer Rashid) জম্মু ও কাশ্মীরের সাংসদ আব্দুল রশিদ শেখ, যিনি ইঞ্জিনিয়ার রশিদ নামে পরিচিত, তাকে লোকসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে যোগদানের অনুমতি দিয়েছে। যদিও তিনি প্যারোলে মুক্তি পাবেন না, আদালত রশিদকে প্রতিদিন সংসদ ভবনে যাওয়ার নির্দেশ দিয়েছে।
আদালতের নির্দেশ (Engineer Rashid)
আদালত জানিয়েছে, রশিদকে সাদা পোশাকের (Engineer Rashid) পুলিশি প্রহরায় সংসদে নিয়ে যাওয়া হবে এবং অধিবেশন শেষে তাকে পুনরায় জেলে ফিরিয়ে নেওয়া হবে।
তবে, রশিদকে এই সময়ে কোনো ধরনের যোগাযোগের মাধ্যম ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, যাতে করে কোনো রকমের নিরাপত্তা ঝুঁকি না তৈরি হয়। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) উদ্বেগ প্রকাশ করেছিল যে, সংসদ অধিবেশনে যোগদান করে তিনি পালিয়ে যেতে পারেন, কিন্তু আদালত তা খারিজ করে দিয়েছে।
আরও পড়ুন: Bomb In Sweet Box: মিষ্টির বাক্স খুলতেই তৃণমূল নেতার ‘দুয়ারে বোমা’!

এনআইএ-র মামলায় বন্দি
২০১৯ সাল থেকে এনআইএ-র মামলায় বন্দি থাকা রশিদ, গত বছর বারামুলা লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থ সাহায্যের অভিযোগ রয়েছে। আদালত প্যারোলে মুক্তির আর্জি গ্রহণ করায় গত বছর কিছু সময়ের জন্য প্রচারেও অংশ নিতে পেরেছিলেন তিনি। রাজনৈতিক মহলে রশিদের মুক্তির বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। বিশেষ করে ন্যাশনাল কনফারেন্স ও পিডিপির মধ্যে এই নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।