Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ২০১৯ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড দল। কিন্তু এইবার তারা বিশ্বকাপে সরাসরি যেতে পারবে কিনা নিয়ে দেখা দিয়েছে সংশয় (England Team)।
সংকটে ইংল্যান্ড ক্রিকেট দল (England Team)
প্রোটিয়াদের কাছে ঘরের মাটিতে হার এড়িয়ে যেতে পারলো না ২০১৯-এর বিশ্ব চ্যাম্পিয়নরা। চরম দুর্দশার মধ্যে দিয়ে যেতে ইংল্যান্ড দলকে। হ্যারি ব্রুকের দল ২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ে নিজেদের হার নিশ্চিত করেছে। লর্ডসের মাঠে প্রোটিয়াদের কাছে হারতে হয়েছে ইংল্যান্ড দলকে। সেখান থেকেই তাদের বিশ্বকাপে সরাসরি যাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয় (England Team)।
ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলছে ওয়ান ডে সিরিজ আর সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে পাঁচ রানে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা। ১৯৯৮ সালের পর ইংল্যান্ডের মাঠে সিরিজ জিতে ইতিহাস লিখে ফেললো দক্ষিণ আফ্রিকা। সেই জেতার পরও তাদের সেই ভাবে উল্লাসে ম্যাট দেখা যায় নি বলে অনেকের মনে বিস্ময়ও তৈরি করেছে।

প্রোটিয়াদের কাছে এই হারের ফলে চেইপ পড়ে গেল হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন দল। ২০১৯ সালের বিশ্বকাপজয়ীরা ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে কিনা সেই নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকে ২১টি ওয়ান ডে’র মধ্যে মাত্র ৭টি ম্যাচ জিতেছে ইংল্যান্ড দল। সুতরাং তাদের সময়টা যে মোটেই ভাল যাচ্ছে না সেটা পরিষ্কার (England Team)।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড এখন অষ্টম স্থানে। আফগানিস্তানের চেয়ে চার পয়েন্ট এবং শীর্ষে থাকা ভারতের চেয়ে ৩৭ পয়েন্ট পিছিয়ে রয়েছে হ্যারি ব্রুকরা। এইভাবে যদি চলতে থাকে তবে সরাসরি যোগ্যতা অর্জনের ঝুঁকি ক্রমেই বেড়ে চলছে ইংল্যান্ড দলের।
আরও পড়ুন: Vijay-Rashmika: গোপনে বাগদান সেরেছেন বিজয়-রশ্মিকা! বিয়ে কবে?
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া যৌথ ভাবে আয়োজন করতে চলেছে ২০২৭ সালের বিশ্বকাপ। সেখানে বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ে। কোয়ালিফায়িং রাউন্ডে খেলতে হবে নামিবিয়াকে। যার ফলে দুই আয়োজক দেশ ছাড়া সরাসরি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে প্রথম আট দল।
ইংল্যান্ডের হাতে এখনও সময় থাকলেও তাদের আসন্ন সিরিজের প্রতিপক্ষ যথেষ্ট কঠিন। তুলনামূলক ভাবে নিচে থাকা দলগুলি কম সহজ প্রতিপক্ষের মুখোমুখি হবে। যদি নিচের দিকে থাকা দু’টি দল ইংল্যান্ডকে টপকে যায়, তা হলে ইংল্যান্ডকে যেতে হবে সাধারণ বাছাই পর্বে, যেখানে প্রতিটি ম্যাচ ডু ওর ডাই। ২০১৯ বিশ্বচ্যাম্পিয়নরা এখন এক কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়ে (England Team)।