Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিশ্বজুড়ে যখন ক্যান্সার এক ভয়ানক (Enteromix Cancer Vaccine) মারণরোগ হিসেবে মাথাচাড়া দিচ্ছে, তখন সেই দুশ্চিন্তার মাঝে আশার আলো দেখাল রাশিয়া। তাদের দাবি, বহু বছরের নিরলস গবেষণার ফলস্বরূপ তৈরি হয়েছে একটি অত্যাধুনিক ক্যান্সার প্রতিরোধী টিকা, নাম দেওয়া হয়েছে ‘এন্টারোমিক্স’ (Enteromix)। রাশিয়ার ফেডারাল মেডিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি (FMBA) এই চাঞ্চল্যকর সাফল্যের কথা ঘোষণা করেছে।
mRNA প্রযুক্তি (Enteromix Cancer Vaccine)
এই টিকাটি mRNA প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি, যা আগেও কোভিড-১৯ প্রতিরোধে (Enteromix Cancer Vaccine) ব্যবহৃত হয়েছিল। mRNA প্রযুক্তি শরীরকে এমন এক নির্দেশ দেয়, যার ফলে কোষগুলি একটি নির্দিষ্ট ধরনের প্রোটিন তৈরি করে। সেই প্রোটিন ক্যান্সার কোষের বিরুদ্ধে যুদ্ধ করতে সহায়তা করে। অর্থাৎ, এটি শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থাকে কাজে লাগিয়েই মারণরোগের সঙ্গে লড়াই করে।
দীর্ঘ তিন বছরের গবেষণা (Enteromix Cancer Vaccine)
FMBA-র প্রধান ভেরোনিকা স্কভর্ৎসোভা জানিয়েছেন, এই টিকা (Enteromix Cancer Vaccine) তৈরি করতে দীর্ঘ তিন বছরের গবেষণা হয়েছে মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগের আগেই। পরবর্তী পর্যায়ে পরীক্ষায় দেখা গেছে, এই টিকা একদিকে যেমন সম্পূর্ণ নিরাপদ, তেমনই কার্যকারিতার দিক থেকেও অত্যন্ত আশাব্যঞ্জক। কিছু রোগীর শরীরে টিকাটি প্রয়োগের পর টিউমার সম্পূর্ণ চুপসে গেছে, আবার অনেক ক্ষেত্রে টিউমারের বৃদ্ধি ৬০-৮০ শতাংশ পর্যন্ত কমে এসেছে। তবে, রোগীর ক্যান্সারের ধরন অনুযায়ী এই ফলাফল পরিবর্তিত হতে পারে।
কাদের ওপর করা হবে প্রয়োগ?
প্রাথমিক পর্যায়ে বৃহদান্ত্রের ক্যান্সার (Colorectal Cancer)-এ আক্রান্ত রোগীদের ওপর এই টিকার প্রয়োগ করা হবে। এরপর পর্যায়ক্রমে মস্তিষ্কের একটি অত্যন্ত জটিল ও দ্রুত ছড়ানো ক্যান্সার, গ্লিওব্লাস্টোমা, এবং ত্বকের ক্যান্সার মেলানোমা সহ চোখের ক্যান্সার অকুলার মেলানোমা-তেও এটি প্রয়োগ করা হবে।
একশো শতাংশ কার্যকর প্রভাব!
রাশিয়ার বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে যাঁদের উপর এই টিকা প্রয়োগ করা হয়েছে, তাঁদের শরীরে একশো শতাংশ কার্যকর প্রভাব দেখা গেছে। এটি শুধুমাত্র ক্যান্সার কোষ ধ্বংস করে না, বরং শরীরের প্রতিরোধ শক্তিকে এমনভাবে সক্রিয় করে তোলে, যাতে ক্যান্সার কোষ নিজেই শরীরের জন্য শত্রু হিসেবে চিহ্নিত হয়ে পড়ে।
আরও পড়ুন: WB Weather Update: সপ্তাহের মাঝামাঝি ফিরছে বর্ষা, পুজোর শপিং ভেস্তে যাবে নাকি!
বিনামূল্যে দেওয়া হবে টিকা
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই টিকাটি রোগীদের বিনামূল্যে দেওয়া হবে বলে ঘোষণা করেছে রাশিয়া। এই সিদ্ধান্তে আন্তর্জাতিক স্তরে আলোড়ন পড়ে গিয়েছে, কারণ বহু দেশের রোগীই আজ ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসার ভার বইতে না পেরে অসহায়। এই উদ্ভাবনকে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কেমোথেরাপি ও রেডিয়েশনের মতো পদ্ধতিগুলির সীমাবদ্ধতা যেখানে বহু রোগীর শরীর সহ্য করতে পারে না, সেখানে Enteromix নতুন করে বাঁচার আশা জাগাচ্ছে কোটি কোটি মানুষের মনে।