ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৯২ বছর বয়সে প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকবার্তা আসছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও। কেউ প্রাক্তন রাষ্ট্রপ্রধান, কেউ বর্তমান বিদেশসচিব। মনমোহন সিংহের প্রয়াণে রাজনৈতিক মত নির্বিশেষে সকলেই শোকপ্রকাশ করেছেন।
দেশের রাজনীতিতে এক অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মনমোহন সিংয়ের (Manmohan Singh) মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষও। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শাসক, বিরোধী নির্বিশেষে সকলে স্মরণ করছেন দেশ গঠনে তাঁর অবদানের কথা। গান্ধী পরিবার থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ সকল রাজনীতিকেরা তাঁর পাণ্ডিত্য এবং দেশের প্রতি অবদানের কথা তুলে ধরেছেন। মনমোহনের পাণ্ডিত্য এবং প্রশাসনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।
আরও পড়ুন: Manmohan Singh: মনমোহন থেকে হয়ে উঠেছিলেন ‘মৌনমোহন’, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী
শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর (Manmohan Singh)
এদিন ডঃ মনমোহন সিংয়ের মৃত্যুর খবর পেয়েই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজির আকস্মিক প্রয়াণে গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আমি তাঁর সঙ্গে কাজ করেছি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় খুব কাছ থেকে তাঁকে দেখেছি। তাঁর পাণ্ডিত্য ছিল প্রশ্নাতীত। তাঁর নেতৃত্বে যে আর্থিক সংস্কারগুলি চালু হয়েছিল তা দেশের সর্বত্র স্বীকৃত। দেশ একজন বড় নেতৃত্বকে হারাল। আমি তাঁর স্নেহকে সবসময় মনে রাখব। তাঁর পরিবার, বন্ধু এবং অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা’।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর (Manmohan Singh) প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা কেন্দ্রের। দেশজুড়ে ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ৭ দিনের ‘জাতীয় শোক’ ঘোষণা করল কেন্দ্র। এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। শুক্রবার সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করেছে কেন্দ্র। মনমোহনের প্রয়াণে কংগ্রেস সাত দিনের জন্য সব দলীয় কর্মসূচি বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: Doctors Dharna Kolkata: শর্তসাপেক্ষ ধর্নার অনুমতি, ৩১ ডিসেম্বর পর্যন্ত অবস্থান বিক্ষোভে ডাক্তাররা

কংগ্রেস সূত্রে খবর, মনমোহন সিংয়ের (Manmohan Singh) শেষকৃত্য ২৮ ডিসেম্বর শনিবার রাজঘাটে অনুষ্ঠিত হবে। জানা গেছে, মনমোহন সিংয়ের কন্যা বিদেশে রয়েছেন এবং তিনি দেশে ফিরে আসার পরই শেষকৃত্য সম্পন্ন হবে। এছাড়া, সাধারণ মানুষকে শেষ শ্রদ্ধা জানাতে এক নির্দিষ্ট সময়ের মধ্যে রাজঘাটে আসার সুযোগ দেওয়া হবে। দিল্লিতে শুক্রবার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় পারলৌকিক ক্রিয়াকর্মে কিছুটা বিলম্ব হতে পারে, তবে তাতে কোন বাধা আসবে না বলেও জানানো হয়েছে।
কংগ্রেস দলের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত পরিকল্পনা করা হয়েছে যাতে মনমোহন সিংয়ের (Manmohan Singh) প্রতি যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা যায়।মনমোহন সিংয়ের মৃত্যু ভারতের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি। তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।