To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রভিডেন্ট ফান্ডে (পিএফ) জমা টাকা (EPFO) এখন ইউপিআই অ্যাপের মাধ্যমেই দেখা ও তোলা যাবে বলে জানিয়েছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সুমিতা দাওরা সম্প্রতি জানিয়েছেন, জুন মাসের মধ্যেই এই ব্যবস্থা চালু করা হবে। এতে ৭.৫ কোটি ইপিএফ সদস্য এক ক্লিকেই তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারবেন।
Contents
কীভাবে কাজ করবে নতুন ব্যবস্থা? (EPFO)
ইপিএফও ইতিমধ্যেই একটি কেন্দ্রীভূত ডাটাবেস (EPFO) তৈরি করেছে। এনপিসিআই (ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া) এর সাথে সমন্বয় করে ইউপিআই ইন্টিগ্রেশন করা হচ্ছে।
নতুন ব্যবস্থায় কী কী করা যাবে? (EPFO)
- ইউপিআই অ্যাপে ইপিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখা যাবে। (EPFO)
- ক্লেমের আবেদন করা যাবে সরাসরি।
- অনুমোদিত হলে টাকা তৎক্ষণাৎ ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে।
- ১ লাখ টাকা পর্যন্ত ক্লেম সম্পূর্ণ অটোমেটেড হবে।
- ক্লেম প্রসেসিং সময় কমে হবে মাত্র ৩ দিন।
বর্তমান ব্যবস্থার উন্নতি
শ্রম সচিব জানান, ইতিমধ্যেই বেশ কিছু সংস্কার করা হয়েছে,
- সদস্যরা নিজেরাই তাদের ভুল তথ্য সংশোধন করতে পারবেন।
- অপ্রয়োজনীয় প্রক্রিয়া বাতিল করা হয়েছে।
- পেনশন ব্যবস্থাকে কেন্দ্রীভূত করা হয়েছে।
- এখন যে কোনো ব্যাংক থেকে পেনশন তোলা যাবে।
আরও পড়ুন: Personal Loan: জরুরি টাকার দরকার? জানুন কোন ব্য়াঙ্কে দিতে হয় কত সুদ?
কখন চালু হবে?
- মে মাসের শেষে পরীক্ষামূলকভাবে চালু হবে।
- জুনের মধ্যে পূর্ণাঙ্গ সেবা শুরু হবে।
- ডাটাবেস ফাইন টিউন করতে ২-৩ সপ্তাহ লাগবে।

সুবিধাসমূহ
- সময় বাঁচবে
- কাগজপত্রের ঝামেলা কমবে
- টাকা দ্রুত পাওয়া যাবে
- যেকোনো জায়গা থেকে লেনদেন করা যাবে