Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : আলাস্কায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষ করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নতুন করে কূটনৈতিক তৎপরতায় নামছেন (Trump Zelensky Meeting)। সোমবার হোয়াইট হাউসে বসতে চলেছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত থাকার কথা ইউরোপের একাধিক রাষ্ট্রনেতারও। ফলে, এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহল তুঙ্গে।
ইউরোপীয় নেতাদের যোগদান (Trump Zelensky Meeting)
‘ব্লুমবার্গ’-এর প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, নেটো মহাসচিব মার্ক রট্টে, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ উপস্থিত থাকবেন (Trump Zelensky Meeting)। একই সঙ্গে ‘স্কাই নিউজ’ জানিয়েছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও বৈঠকে অংশ নিতে পারেন। ফলে বৈঠকটি কেবল আমেরিকা-ইউক্রেন নয়, কার্যত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাধানের জন্য বৃহত্তর আন্তর্জাতিক সম্মেলনের রূপ নিচ্ছে।
রাশিয়ার পাঁচটি দাবি ও ইউক্রেনের অবস্থান (Trump Zelensky Meeting)
আলাস্কায় বৈঠকে রাশিয়ার পাঁচটি প্রধান দাবি শুনেছেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে, এগুলি মূলত ইউক্রেনের ভূখণ্ডগত ছাড় এবং ভবিষ্যতের ন্যাটো সদস্যপদ নিয়ে। এই দাবিগুলিকে ঘিরে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের আলোচনাই হতে চলেছে সোমবারের বৈঠকের মূল এজেন্ডা। রাশিয়া দীর্ঘ দিন ধরেই দাবি করছে, ইউক্রেনকে ডনবাস অঞ্চল ছেড়ে দিতে হবে। ইতিমধ্যেই লুহানস্ক রাশিয়ার নিয়ন্ত্রণে, তবে ডনেৎস্কের লড়াই এখনও চলছে। কৌশলগত ও খনিজ সম্পদসমৃদ্ধ ডনবাস হাতছাড়া করতে রাজি নয় ইউক্রেন। ফলে এই ইস্যুই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় বাধা।

পুতিন-ট্রাম্প বৈঠকের ফলাফল (Trump Zelensky Meeting)
ট্রাম্প ও পুতিন উভয়েই আলাস্কার বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন। তবে রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো চূড়ান্ত রফাসূত্র বের হয়নি। কূটনৈতিক মহলের মতে, ট্রাম্প এখন ইউক্রেনকে চাপ দিয়ে রাশিয়ার শর্ত মানাতে চাইবেন। একই সঙ্গে ইউরোপীয় নেতাদের উপস্থিতি এই আলোচনাকে আরও ওজন দেবে।
ইউরোপের ভূমিকা (Trump Zelensky Meeting)
রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে একাধিকবার সমর্থন জানিয়েছে ইউরোপীয় দেশগুলো। শুধু আর্থিক বা সামরিক সহায়তাই নয়, তারা চায় আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে (Trump Zelensky Meeting)। ট্রাম্পের সঙ্গে একমত হয়ে তাঁরাও মনে করছেন, জেলেনস্কি ও পুতিনকে এক টেবিলে বসানো ছাড়া শান্তির পথ নেই। শুক্রবার আলাস্কায় বৈঠকের পরেই ট্রাম্প ফোন করেছিলেন ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রপ্রধানদের। আলোচনায় তিনি একটি ত্রিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও উত্থাপন করেন। যদিও তা কবে হবে, আদৌ হবে কি না— এখনও নিশ্চিত নয়।

আরও পড়ুন : Ukraine Russia Ceasefire : নেটোয় যোগদান স্থগিত, একটি শর্তে যুদ্ধ বিরতিতে রাজি রাশিয়া
অতীতের উত্তপ্ত সম্পর্ক (Trump Zelensky Meeting)
উল্লেখযোগ্য যে, এ বছরের মার্চ মাসেই ওয়াশিংটনে ট্রাম্প (Donald J. Trump) ও জেলেনস্কির মধ্যে বৈঠক হয়েছিল, যা ভীষণভাবে ব্যর্থ হয়। উত্তপ্ত বাক্যবিনিময়ের ফলে বৈঠক মাঝপথে ভেঙে যায় এবং নির্ধারিত মধ্যাহ্নভোজনও বাতিল হয়। এমনকি গুরুত্বপূর্ণ খনিজ চুক্তিও বাতিল হয়ে যায়। পরে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হলেও, দুই রাষ্ট্রনেতার মধ্যে আস্থার সংকট কাটেনি।
বৈঠকের গুরুত্ব (Trump Zelensky Meeting)
সোমবারের বৈঠক তাই শুধু কূটনৈতিক সৌজন্য নয়, কার্যত যুদ্ধবিরতির সম্ভাবনার কেন্দ্রবিন্দু(Trump Zelensky Meeting)। প্রশ্ন একটাই— ট্রাম্প কি জেলেনস্কিকে রাজি করাতে পারবেন রাশিয়ার শর্ত মেনে নিতে? নাকি জেলেনস্কির দৃঢ় অবস্থান আরও জটিল করে তুলবে পরিস্থিতি? বৈঠকের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব।