ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দানা-ছোঁয়ার আতঙ্কে বঙ্গবাসী। ক্রমশ স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’। বুধবার রাতেই তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে ‘দানা’। আপাতত মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর থেকে ঘণ্টায় ১২ কিলোমিটার গতিবেগে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’।
পারাদ্বীপ থেকে মাত্র ২৪০ কিলোমিটার দূরে রয়েছে সুপার সাইক্লোন। ধামারা থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক ও সাগরদ্বীপ থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক অবস্থান করছে ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই ওড়িশা উপকূলে ল্যান্ডফল করবে। ওড়িশার ভিতরকণিকা ও ধামারার কাছে ল্যান্ডফল করার প্রবল সম্ভাবনা। এর প্রভাব থাকবে পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত। ল্যান্ডফলের সময় এর গতিবেগ সর্বোচ্চ ১২০ কিলোমিটার হতে পারে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘দানা’র আতঙ্ক, শক্তি বাড়িয়ে উপকূলে ধেয়ে আসছে সুপার সাইক্লোন
বাংলায় ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সবথেকে বেশি ক্ষতির সম্ভাবনা পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরের উপকূলে ১০০-১২০ কিমি বেগে আছরে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘দানা’। সমুদ্রের জলোচ্ছ্বাস উঠতে পারে ১-২ মিটার পর্যন্ত। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় হাই এলার্ট জারি করা হয়েছে। তাজপুর, শংকরপুর, দীঘা সহ উপকূলবর্তী এলাকা থেকে প্রায় ৫০০ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্কুল ঘরে ও ফ্লাট সেন্টারগুলোতে আশ্রয় নিয়েছে নিচু এলাকার বহু মানুষ। জেলা প্রশাসনের তরফ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।