ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কর্নাটক পুলিশের প্রাক্তন ডিজিপি (Ex-Karnataka DGP Murder) ওম প্রকাশকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছেন তাঁর স্ত্রী পল্লবী। প্রয়াত প্রাক্তন পুলিশকর্তার মৃত্যুর জন্য তাঁরই বিধবা স্ত্রীকেই কাঠগড়ায় তোলা হয়েছে! ইন্ডিয়া টুডে টিভি অনুসারে – এই ঘটনায় প্রয়াত ওম প্রকাশের স্ত্রী পল্লবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওম প্রকাশেরই ছেলে কার্তিকেশ। পল্লবীই যে তাঁর স্বামীকে খুন করেছেন, সেকথা নাকি তিনি নিজেই এক বন্ধুকে করা ভিডিয়ো কলে স্বীকার করেছেন। সূত্রে খবর, পল্লবী প্রথমে স্বামীর চোখে মুখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলেন। তারপর বাঁধেন ভাল করে। আর তারপর কুপিয়ে খুন করেন।
শরীরে একাধিক আঘাতের চিহ্ন (Ex-Karnataka DGP Murder)
পল্লবী ও তাঁর মেয়ে কৃতীকে জিজ্ঞাসাবাদের আটক করে নিয়ে যায় পুলিশ। বেঙ্গালুরু পুলিশের প্রধান বি দয়ানন্দ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রয়াত ওম প্রকাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল (Ex-Karnataka DGP Murder)। তাঁকে কোনও ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল বলে মনে করা হচ্ছে। তাঁর ঘাড়ে ও পেটে অসংখ্যবার কোপ মারা হয়েছিল। জানা যাচ্ছে পল্লবী নাকি প্রথমে তাঁর স্বামীর চোখে-মুখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে দেন এবং তারপর তাঁকে খুন করেন! শুধু তাই নয়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, স্বামীকে খুন করার পরই এক বন্ধুকে ভিডিয়ো কল করেন পল্লবী। সেই ভিডিয়ো কলে তিনি বলেন, ‘আমি রাক্ষসটাকে মেরে ফেলেছি!’
ধারাল অস্ত্র ব্যবহার করা হয়েছে (Ex-Karnataka DGP Murder)
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছ, খুব সম্ভবত রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ওম প্রকাশকে খুন করা হয়ে থাকতে পারে(Ex-Karnataka DGP Murder)। এই প্রসঙ্গে পুলিশের চিফ বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ভিতরের কোনও কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। আমাদের অনুমান, এই ঘটনায় কোনও ধারাল অস্ত্র ব্যবহার করা হয়েছে। যে কারণেই এত অধিক পরিমাণে রক্তক্ষরণ হয়েছে এবং তার জেরেই মৃত্যু ঘটেছে।’
সম্পত্তি সংক্রান্ত বিবাদই মূল কারণ
এই খুনের ঘটনার পেছনে দীর্ঘদিনের সম্পত্তি সংক্রান্ত বিবাদই মূল কারণ বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ওম প্রকাশ তাঁর বোনের নামে একটি জমি কিনেছিলেন, যা পল্লবী তাঁর নামে ট্রান্সফার করতে চাপ দিচ্ছিলেন। এছাড়াও, ওম প্রকাশ তাঁদের ছেলের নামে একটি সম্পত্তি লিখে দেন, যা নিয়েও স্ত্রীর সঙ্গে মনোমানিল্য হয়েছিল। গত কয়েকদিনে এই ঝামেলাই চরমে পৌঁছয়।
মানসিকভাবে একেবারেই সুস্থ নন
কার্তিকেশের দাবি, তাঁর মা মানসিকভাবে একেবারেই সুস্থ নন। বস্তুত, তিনি এক গুরুতর মানসিক ব্যধিতে আক্রান্ত। সেই কারণেই তিনি তাঁর স্বামী ওম প্রকাশকে খুন করে থাকতে পারেন বলে অভিযোগ করেছেন কার্তিকেশ।একই দাবি পরিবারের অন্য সদস্যরাও করেছেন বলে শোনা যাচ্ছে। তাঁরা জানিয়েছেন, পল্লবী মাঝেমধ্যেই আতঙ্কিত হয়ে পড়তেন। তাঁর মনে হত, তাঁর স্বামী তাঁর কোনও ক্ষতি করতে পারেন! এমনকী, তাঁর স্বামী নাকি তাঁকে একাধিকবার আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয়ও দেখিয়েছেন! সূত্রের দাবি, পল্লবী নিজে পরিবারের সদস্যদের কাছে বারবার এমন অভিযোগ করেছেন।
পল্লবী স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত
কার্তিকেশ পুলিশের কাছে দাবি করেছেন, তাঁর মা পল্লবী স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত। গত ১২ বছর ধরে তাঁর চিকিৎসা চলছে। বর্তমানে সেই পল্লবী এই ঘটনায় মূল অভিযুক্ত। সূত্রের আরও দাবি, পল্লবী মাঝেমধ্যেই বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে পারেন না। বদলে তিনি তাঁর চারপাশে এমন একটি জগৎকে কল্পনা করে নেন, যার কোনও বাস্তব অস্তিত্বই নেই! ফলে, তিনি বিভ্রান্ত হয়ে পড়েন।