ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের রেল ইতিহাসে যুক্ত হল এক নতুন অধ্যায়। দেশের মূল ভূখণ্ড থেকে রামেশ্বরম দ্বীপ পর্যন্ত সমুদ্রের বুক চিরে ছুটছে ট্রেন! আর এই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হল নতুন পম্বন রেলসেতুর। এই সেতু শুধু প্রকৌশলগত বিস্ময়ই নয়, পর্যটনের দিক থেকেও রামেশ্বরমকে নতুন মাত্রা দিচ্ছে।
প্রায় ৫৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই আধুনিক রেলসেতু, যা পুরনো ব্রিটিশ আমলের সেতুর ঠিক পাশেই (New Pamban Bridge)। ১৯১৪ সালে নির্মিত পুরনো পম্বন সেতু বহু বছর ধরে রেল সংযোগ বজায় রাখলেও, প্রাকৃতিক দুর্যোগ ও ক্ষয়ক্ষতির কারণে ২০২২ সাল থেকে সেটি বন্ধ করে দেওয়া হয়। তার পরেই শুরু হয় নতুন সেতুর কাজ।
আরও পড়ুন: Kashmir Tour: পহেলগাঁও হামলার আতঙ্কে কাশ্মীর ট্যুর অনিশ্চিত, উদ্বেগে পর্যটক ও ট্যুর অপারেটররা
নতুন এই রেলসেতুর অন্যতম বৈশিষ্ট্য হল — জাহাজ চলাচলের সুবিধার্থে ৭২ মিটার একটি অংশ উল্লম্বভাবে তোলা যায়। যা ভারতের রেলসেতু নির্মাণে এক অনন্য উদাহরণ। এই সেতু দিয়েই চলবে রামেশ্বরম-তম্বরম এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত মোট ১৫ জোড়া ট্রেন চলবে এই রুটে।
রামেশ্বরম: ইতিহাস, ধর্ম আর প্রকৃতির মিলনস্থল (New Pamban Bridge)
নতুন সেতুর উদ্বোধনের পর রামেশ্বরম যেন আরও কাছে এসে গেল পর্যটকদের কাছে। এই দ্বীপ শহর শুধুই ধর্মীয় কারণে বিখ্যাত নয়, ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যেও অনন্য (New Pamban Bridge)। এখানে রয়েছে রামনাথস্বামী মন্দির, যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। বিশাল অলিন্দ, মনোরম স্থাপত্য আর সমুদ্রঘেঁষা অবস্থান মন্দিরটিকে করে তুলেছে অপরূপ।

সেই সঙ্গে দর্শনার্থীদের জন্য রয়েছে ধনুষ্কোডি – যেখানে দুই দিক থেকে সমুদ্র এসে মিলেছে। কথিত আছে, এখান থেকেই রামচন্দ্র লঙ্কা অভিযানের জন্য সেতু নির্মাণ করেছিলেন। আজও এখানকার রাস্তার দু’পাশে বিস্তীর্ণ জলরাশি পর্যটকদের মুগ্ধ করে।
আরও পড়ুন: Holi Tour: চোখের শান্তি মনের আরাম, দোলের ছুটিতে ঘোরার ঠিকানা হোক এই পাহাড়ি গ্রাম!
রামেশ্বরমে রয়েছে গন্ধমাদন পর্বত, যেখানে কথিত আছে বানর সেনারা সেতু তৈরি করেছিল। এ ছাড়াও রয়েছে এপিজে আব্দুল কালামের স্মৃতিসৌধ – যেখানে তাঁর শৈশব ও কর্মজীবনের নানা নিদর্শন সংরক্ষিত রয়েছে।
কীভাবে পৌঁছবেন ও কোথায় থাকবেন? (New Pamban Bridge)
রামেশ্বরমে পৌঁছাতে পারেন চেন্নাই, মাদুরাই, তিরুপতি বা বারাণসী থেকে সরাসরি ট্রেনে। রামেশ্বরমে রয়েছে নানা দামের ও মানের হোটেল, পর্যটকদের প্রয়োজন অনুযায়ী থাকার সুবিধা মিলবে সহজেই। সড়কপথেও মাদুরাই থেকে রামেশ্বরম যাওয়া যায় মাত্র ৩-৪ ঘণ্টায়।
নতুন পম্বন সেতু এবং রামেশ্বরমের অনন্য সৌন্দর্য (New Pamban Bridge) দেখে একবার ঘুরে না এলে মিস করতেই পারেন ভারতীয় রেলপথের সবচেয়ে বিস্ময়কর ভ্রমণের অভিজ্ঞতা!