ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সমুদ্র (Odisha Sea Beach) প্রেমীদের প্রায় সকলেরই ঠিকানা সেই একই। হয় দিঘা নয়তো পুরী। কিন্তু জানেন কি আরও কত সমুদ্রের ঠিকানা আছে আমাদের আশেপাশেই। ওড়িশা যাচ্ছেনই যখন তখন কেবল পুরী কেন। ঘুরে দেখুন আরও তিনটি সমুদ্র উপকূল। জেনে নিন কোথায় গেলে সমুদ্র প্রেমীরা সত্যিই সমুদ্র দেখার আনন্দ ভালো ভাবে নিতে পারবেন কোনরকম বেশি জন কোলাহল ছাড়া। সেইরকম সমুদ্রের ঠিকানা দেওয়া হল এই প্রতিবেদনে।
পাটি সোনাপুর বিচ (Odisha Sea Beach)
এই সমুদ্র সৈকতের খুব বেশি নামডাক নেই (Odisha Sea Beach)। অথচ, এই সমুদ্রতটের সৌন্দর্য দেখার মতো। সার্ফিং করার সুযোগ রয়েছে ওড়িশার এই বিচে। এ ছাড়া পাটি সোনাপুরের বিচের সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার মতো। সঙ্গীর সঙ্গে নির্জনে সময় কাটাতে পারেন এখানে। এই সমুদ্র সৈকতে কাঁকড়ার পাশাপাশি কচ্ছপও দেখতে পাবেন। ভুবনেশ্বর থেকে প্রায় ১৯৭ কিলোমিটার দূরে এই সমুদ্র সৈকত। ওড়িশার ব্রক্ষ্মপুর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরত্বে পাটি সোনাপুর বিচ। আসলে এই জায়গা অন্ধপ্রদেশের সীমান্তে। অফবিট সমুদ্র সৈকতের খোঁজ করলে পাটি সোনাপুর বিচের কথা ভাবতে পারেন।

পরিখী (Odisha Sea Beach)
বালাসোরের আশেপাশে একাধিক সমুদ্র সৈকত রয়েছে, যেখানে নিরিবিলিতে ছুটিতে কাটাতে যেতে পারেন (Odisha Sea Beach)। সেই তালিকা যুক্ত হয়েছে পরিখী। বালাসোর স্টেশন থেকে ১৮ কিলোমিটার দূরে এই সমুদ্র সৈকত। লাল কাঁকড়ার বিচও বলতে পারেন। ঝাউবনে ঘেরা গোটা এলাকা। থাকার জন্য গুটি কয়েক ইকো-ফ্রেন্ডলি ক্যাম্প রয়েছে। গরম পড়ার আগে ঘুরে আসতে পারেন ওড়িশার এই সমুদ্রতট থেকে।

আরও পড়ুন: Solo Trip: হোলির মরশুমে লম্বা উইকেন্ড, বেরিয়ে আসুন এক কোথাও!
চন্দ্রভাগা
কোনারকের সূর্য মন্দির থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে চন্দ্রভাগা। আর পুরী থেকে ৩০ কিলোমিটার দূরে এই শান্ত সমুদ্র সৈকত। ওড়িশার অন্যান্য সমুদ্রতটের তুলনায় চন্দ্রভাগার বিচ পরিষ্কার ও পরিচ্ছন্ন। এর জন্য ব্লু ফ্ল্যাগও পেয়েছে এই সমুদ্র সৈকত। খুব বেশি মানুষের ভিড়ও নেই। কাছেই রয়েছে একটি লাইট হাউস। সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতে যেতে পারেন এই সমুদ্র সৈকতে।
