ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদে (Murshidabad) ঘটে গেল ভয়ঙ্কর বিস্ফোরণ। শুক্রবার, দোলের দিন বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানার হরিশ্চন্দ্রপুর এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে এই এলাকায় ফুটবল খেলার সময়ে বোমা ফেটে জখম হয়েছে সাত বছরের সাহিল শেখ এবং ১২ বছরের আরও এক বালক। ঘটনার পরে সাহিলকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। অন্য বালকটিও হাসপাতালে ভর্তর
বাড়ির পাশে ফুটবল খেলছিল বাচ্চাটি (Murshidabad)
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকালে এলাকারই বাচ্চাদের সঙ্গে বাড়ির পাশে ফুটবল খেলছিল বাচ্চাটি (Murshidabad)। সেখানেই মজুত ছিল বেশ কিছু বোমা। খেলতে খেলতেই আচমকা ফুটবল গিয়ে পড়ে মজুত থাকা বোমার উপরে। বোমা ফেটেই তাতেই গুরুতরভাবে জখম হয় সাহিল। স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। কে বা কারা ওখানে বোমা রাখল সে বিষয়ে খোঁজ-খবর চালাচ্ছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের।
ফুটবলটা পড়তেই ওটা ফেটে যায় (Murshidabad)
কান্নায় ভেঙে পড়েছে আহত শিশুটির মা (Murshidabad)। তিনি বলছেন, “দুপুরে ও খেলতে গিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে যে কাণ্ড হয়ে যাবে বুঝতে পারিনি। শুনলাম ওখানেই বোমা রাখাছিল। বোমার উপরে ফুটবলটা পড়তেই ওটা ফেটে যায়।” যদিও এলাকারই এক বাসিন্দা বলেন, “বলটা কুড়োতে গিয়েছিল ওরা। থখন ছেলেটার পা বোমার উপর পড়ে যায়। তাতেই ফেটে যায়। ছেলেটার পা দুটো মারাত্মকভাবে জখম হয়েছে। কিন্তু কে বা কারা বোমা রেখেছিল বুঝতে পারছি না।”
আরও পড়ুন: Nabadwip: নিষেধ উপেক্ষা করে দোলে দেদার মাছ-মাংস খেলেন নবদ্বীপবাসী
বিকট আওয়াজ শুনে বাড়ি থেকে ছুটে আসি
জখম শিশুর বাবা নিফাজ আলি বলেন, ‘‘বিকেল ৪টের দিকে খাওয়া-দাওয়া করে ঈদগাহ মাঠের কাছে খেলতে বেরিয়েছিল। পরে পাড়ার লোকজনের মুখে বোমা বিস্ফোরণের কথা জানতে পারি।’’ স্থানীয় বাসিন্দা তোফাজুল ইসলাম বলেন, ‘‘বাড়িতে বসেছিলাম। হঠাৎ বিকট আওয়াজ শুনে বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসি। ঝোপের মধ্য থেকে ধোঁয়া বেরতে দেখি।’’
আহত হয়েছিলেন আরও এক গ্রামবাসী
ঘটনার তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ। কারা এই বোমাটি মাটিতে পুঁতে রেখেছিল? উদ্দেশ্যই বা কী? তা তদন্ত করে দেখছে ভরতপুর থানার পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। উল্লেখ্য, দিনকয়েক আগে একই মাঠে বোমা বিস্ফোরণে আহত হয়েছিলেন আরও এক গ্রামবাসী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ঘটে গেল এমন আর একটি ঘটনা।