ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শনিবার ইডেনে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Extra Train and Metro)। প্রথম ম্যাচেই ঘরের মাঠে খেলতে নামবে নাইট বাহিনী। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইডেন গার্ডেন্সে এই ম্যাচ দেখে দর্শকদের যাতে ফিরতে সমস্যা না হয়, তার জন্য মাঝরাতে চলবে মেট্রো। দু’টি লাইনে চলবে পরিষেবা। একইসঙ্গে অতিরিক্ত লোকাল ট্রেন চালানোরও সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
আইপিএলের ম্যাচে বিশেষ ট্রেন (Extra Train and Metro)
ইডেনে কেকেআর ম্যাচের দিন চলবে দু’টি অতিরিক্ত ট্রেন (Extra Train and Metro)। প্রিন্সেপ ঘাট থেকে রাত ১১.৫০ মিনিটে বিশেষ ট্রেন ছাড়বে। ট্রেনটি বারাসত পৌঁছবে রাত ১টা নাগাদ। এছাড়া বিবাদী বাগ থেকে রাত ১২টা নাগাদ একটি ট্রেন ছাড়বে। সেটি বারুইপুর পৌঁছবে রাত ১.৩২ মিনিট নাগাদ। এই ট্রেনগুলি চলবে ২২ এপ্রিল, ২৩ ও ২৫ মে। রেল সূত্রে আরও জানা গিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হবে। যদি প্রয়োজন পড়ে তাহলে অতিরিক্ত ট্রেন চালাবে তারা।
আরও পড়ুন: KKR: ডিজে ব্র্যাভোর ‘চ্যাম্পিয়ন’ পারফরমেন্স, ‘চারতারা’ জয়ের শপথ নাইটদের
মাঝরাতেও মিলবে মেট্রো (Extra Train and Metro)
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, বাংলার ক্রিকেট সংস্থা রাতে অতিরিক্ত ট্রেন চালানোর অনুরোধ করেছিল। সেই অনুরোধ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার ইডেনে ম্যাচের দিন মাঝরাত পর্যন্ত চলবে মেট্রো (Extra Train and Metro)। রাত ১২টা ১৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো ছাড়বে। একই সময়ে এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো চলবে। অন্যদিকে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার মেট্রোও একই সময়ে ছাড়বে। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি সুভাষ ও গ্রিন লাইন-২ অর্থাৎ, এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে অতিরিক্ত ট্রেন চলবে শনিবার।
আরও পড়ুন: IPL Opening Ceremony: ফিরছে IPL-এর উন্মাদনা! ইডেনে আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
এই দুই লাইনে যাত্রা পথের সব স্টেশনেই দাঁড়াবে মেট্রো। এসপ্ল্যানেড স্টেশনে টিকিটের জন্য কাউন্টারও খোলা থাকবে বলে জানা গিয়েছে (Extra Train and Metro)। তবে যাত্রীরা স্মার্ট কার্ড, টোকেন ও কিউআর টিকিট একমাত্র এসপ্ল্যানেড স্টেশন থেকেই কাটতে পারবেন। তবে এই পরিষেবার জন্য মূল ভাড়ার সঙ্গে ১০ টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে যাত্রীদের অর্থাৎ, এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর যেতে ২০ টাকা ভাড়া লাগে। কিন্তু এই ট্রেনে যেতে খরচ হবে ৩০ টাকা।