ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় বায়ুসেনা (F-35 Fighter Jet Deal) হাতে পঞ্চম প্রজন্মের মার্কিন যুদ্ধবিমান ‘এফ-৩৫ লাইটনিং টু’ আসার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতকে উন্নত প্রযুক্তির সামরিক সরঞ্জাম সরবরাহ করা হলে, উপমহাদেশে সামরিক ভারসাম্য নষ্ট হবে এবং কৌশলগত স্থিতিশীলতা বিপর্যস্ত হবে।
আশঙ্কায় পাকিস্তান (F-35 Fighter Jet Deal)
পাকিস্তানের আশঙ্কা, মার্কিন প্রেসিডেন্ট (F-35 Fighter Jet Deal) ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব এবং অন্যান্য আধুনিক সামরিক সরঞ্জাম ভারতের হাতে দেওয়ার বিষয়টি পাকিস্তানের জন্য অত্যন্ত উদ্বেগজনক। সেই বৈঠকে আমেরিকার তৈরি স্ট্রাইকার যুদ্ধযান, জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র, হার্পুন মিসাইলের মতো নানা অস্ত্র সরবরাহের বিষয়েও আলোচনা হয়। এসব পদক্ষেপের ফলে পাকিস্তান মনে করে যে, ভারতীয় বায়ুসেনা আরো শক্তিশালী হয়ে উঠবে।
বিপর্যস্ত সামরিক ভারসাম্য! (F-35 Fighter Jet Deal)
এফ-৩৫ যুদ্ধবিমান বিশ্বের সবচেয়ে আধুনিক (F-35 Fighter Jet Deal) যুদ্ধবিমানগুলির মধ্যে একটি। এর ‘স্টেলথ’ প্রযুক্তির ফলে রাডারের চোখে ধরা পড়া কঠিন , ফলে শত্রুপক্ষের আকাশসীমায় ঢুকে পড়ার সুযোগ পাওয়া যায়। পাকিস্তান মনে করে, ভারত যদি এই অত্যাধুনিক বিমান কিনে নেয়, তাহলে উপমহাদেশের সামরিক ভারসাম্য আরও বিপর্যস্ত হবে। বর্তমানে পাকিস্তান বিমানবাহিনীর হাতে আমেরিকান এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে, যা এর তুলনায় অনেক পিছিয়ে।
আরও পড়ুন: India-US Relation: ট্রাম্পের প্রতিশ্রুতি পূরণ, এফ ৩৫ যুদ্ধবিমান সহ আরও সামরিক সাহায্য আমেরিকার
এই যুদ্ধবিমানের দাম কত?
এফ-৩৫ যুদ্ধবিমান তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়—এফ-৩৫এ, এফ-৩৫বি, এবং এফ-৩৫সি। ভারতীয় বায়ুসেনার জন্য এফ-৩৫এ যুদ্ধবিমান সবচেয়ে সম্ভাব্য বিকল্প হতে পারে। এক একটি এফ-৩৫এ বিমান রয়েছে প্রায় আট কোটি মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৬৯৩ কোটি টাকারও বেশি। অন্যদিকে, এফ-৩৫বি-এর দাম প্রায় সাড়ে ১১ কোটি মার্কিন ডলার এবং এফ-৩৫সি ভ্যারিয়েন্টের দাম ১১ কোটি মার্কিন ডলার।
কেনা হবে যুদ্ধবিমান?
এদিকে, চলতি মাসে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ‘অ্যারো ইন্ডিয়া ২০২৫’-এ আমেরিকা দু’টি এফ-৩৫ যুদ্ধবিমান প্রদর্শন করেছিল, যার পর থেকেই ভারতীয় বায়ুসেনায় এফ-৩৫ যুদ্ধবিমান অন্তর্ভুক্তির আলোচনা শুরু হয়েছে। অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ মনে করছেন, ভারত এফ-৩৫ বিমান কেনার সিদ্ধান্ত নিলে, তা তার সামরিক শক্তিকে একধাপ এগিয়ে নিয়ে যাবে। তবে, কিছু বিশেষজ্ঞ রুশ সুখোই এসইউ-৫৭ যুদ্ধবিমান কেনার পক্ষে।