ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক: গত মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তানে যাত্রীবোঝাই জাফর এক্সপ্রেস (Fact Check) অপহরণ করে স্বাধীনতাপন্থী সশস্ত্র বালুচ গোষ্ঠী বিএলএ (বালুচ লিবারেশন আর্মি)। এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত, অপহৃত ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে অন্তত ৩৪৬ জন যাত্রীকে। পাক সেনা সূত্রে দাবি করা হয়েছে, এই অভিযানে এখনও পর্যন্ত অন্তত ৩৩ জন বালুচ বিদ্রোহী নিহত হয়েছেন।
আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সোশাল মিডিয়ায় বেশ ভাইরাল (Fact Check) হয়েছে চলন্ত ট্রেনে বিস্ফোরণের একটি ভিডিও। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি সম্প্রতি জাফর এক্সপ্রেসে বালুচ লিবারেশন আর্মির হামলার দৃশ্য। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “এটা সম্ভবত বিশ্বের প্রথম ট্রেন হাইজ্যাকের ঘটনা। একেবারে আস্ত একটা ট্রেন হাইজ্যাক করে নিয়েছে বালুচ বিদ্রোহীরা। বালুচিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল ট্রেনটি।”

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি ২০২২ সালের (Fact Check) এবং এর সঙ্গে চলতি বছরের ১১ মার্চ বিএলএ-এর তরফে বালুচিস্তানে জাফর এক্সপ্রেস অপহরণের কোনও সম্পর্ক নেই।
কীভাবে জানা গেল সত্য? (Fact Check)
ভাইরাল ভিডিও থেকে একাধিক স্ক্রিনশট নিয়ে সেগুলিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ (Fact Check) করেলে ২০২২ সালের ১৫ এপ্রিল একটি এক্স হ্যান্ডেলে এই একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটি শেয়ার করে সেখানে লেখা হয়েছে, “বিএলএ বালুচিস্তানের সিব্বি সংলগ্ন এলাকায় এফসি (ফ্রন্টিয়ার কর্পস) বহনকারী একটি ট্রেনে আইইডি হামলার ভিডিও প্রকাশ করেছে।” পোস্টে অনেকেই ভিডিওটি ২০২২ সালের জানুয়ারির ঘটনা বলে উল্লেখ করেছেন। এর থেকে এটি স্পষ্ট হয়ে যায় যে, ভাইরাল ভিডিওটি বিএলএ জঙ্গিদের দ্বারা সম্প্রতি বালুচিস্তানে ট্রেন অপহরণের আগের।
এরপর উক্ত সূত্র ধরে এই সংক্রান্ত একাধিক কিওয়ার্ড সার্চ করলে ২০২২ সালের জানুয়ারি মাসে ভাইরাল ভিডিও-সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটিতে ২০২২ সালের ১৮ জানুয়ারি উত্তর-পূর্ব বালুচিস্তানের সিবি শহরে একটি ট্রেনে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি হামলার দৃশ্য দেখানো হয়েছে। ট্রেনটিতে পাকিস্তানি সেনাদের নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। হামলার কারণে বেশ কয়েকজন নিহত হয়েছিল এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তৎকালীন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কাদ্দোস বিজেনজো এই হামলার নিন্দা জানিয়ে দাবি করেছিলেন যে এটি একটি যাত্রীবাহী ট্রেন ছিল যা বেসামরিক নাগরিকদেরও বহন করছিল।
আরও পড়ুন: Fact Check: বাংলাদেশ আর্মির হাতে ‘RAW’-এর চার এজেন্ট গ্রেফতারের দাবিটি ভিত্তিহীন

২০২২ সালের জানুয়ারি মাসে প্রকাশিত অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে যে বিস্ফোরণের ফলে জাফর এক্সপ্রেসের একাধিক বগি লাইনচ্যুত হয়েছিল এবং বেশ কয়েকজন পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়।
এরপর আমরা আমাদের পরবর্তী অনুসন্ধানে চলতি বছরের ১১ মার্চ বালুচিস্তানে জাফর এক্সপ্রেসে বালুচ লিবারেশন আর্মির হামলার ভিডিও খোঁজার চেষ্টা করি। তখন ২০২৫ সালের ১৩ মার্চ ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই হামলার একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। সেখানে ফর এক্সপ্রেসে বিএলএ-এর বিস্ফোরণের দৃশ্যও দেখানো হয়েছে। নিচে সেই হামলার ভিডিও দেখা যাবে।
সুতরাং, এর থেকে স্পষ্ট হয় যে, ২০২২ সালের জানুয়ারি মাসে বালুচিস্তানে একটি ট্রেনে বিএলএ-এর হামলার ভিডিও সাম্প্রতিক জাফর এক্সপ্রেস অপহরণের দৃশ্য দাবি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে।
এই খবরটি শক্তি কালেক্টিভের অংশ হিসাবে প্রথমে ইন্ডিয়া টুডে দ্বারা প্রকাশিত হয়েছিল, পরবর্তীতে ট্রাইব টিভি বাংলার দ্বারা প্রকাশিত হয়েছে। এই খবরটির সারসংক্ষেপ বাদে বাকি খবর ট্রাইব টিভি বাংলার কর্মীরা সম্পাদনা করেনি।