Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক: চলতি সপ্তাহে ভারতে এসে এক উচ্চপর্যায়ের (Fact Check) বৈঠকে বসেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। সেই বৈঠকে ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উদদেষ্টা অজিত ডোভাল এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। গ্যাবার্ডের ভারত সফরের পর থেকেই একটি ছবি সোশ্য়াল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে যেখানে শেখ হাসিনাকে আমেরিকার গোয়েন্দা প্রধানের সঙ্গে বসে থাকতে দেখা যাচ্ছে।
ছবিটি পোস্ট করে দাবি করা হচ্ছে যে, ভারতে অবস্থানরত শেখ (Fact Check) হাসিনা নাকি তুলসী গ্যাবার্ডের সঙ্গে দেখা করেছেন। সেই সঙ্গে গ্যাবার্ড তাঁকে কথা দিয়েছেন যে প্রধানমন্ত্রী হিসেবে তাঁকেই তিনি বাংলাদেশে ফেরাবেন।

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ছবিটি (Fact Check) সম্পাদিত। আসলে দুটি পৃথক ছবিকে এডিট করে এই ছবিটি তৈরি করা হয়েছে।
যেভাবে জানা গেল সত্যি (Fact Check)
৫ অগস্টের পর বাংলাদেশ থেকে ভারতে এসে আশ্রয় নেওয়ার পর থেকে শেখ হাসিনাকে এখনও পর্যন্ত জনসমক্ষে দেখতে পাওয়া যায়নি। যদি তাঁকে দেখা যেত, বা তিনি যদি সত্যিই তুলসী গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাৎ করে থাকতেন, তবে সেই সংক্রান্ত খবর সংবাদ মাধ্যমে প্রকাশ পেত। কিন্তু এহেন কোনও খবর কোনও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে দেখা যায়নি।
এরপর ভাইরাল ছবিটির আলাদা-আলাদা অংশ গুগল লেন্সে খোঁজা হলে সবার প্রথম তুলসী গ্যাবার্ডের বসে থাকার অংশটি কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ওয়েবসাইটে পাওয়া যায়। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে গ্যাবার্ডের বসে থাকার ছবিটি প্রকাশ করে তা ২০২৫ সালের ১৭ মার্চের বলে লেখা হয় যা নয়াদিল্লিতে তোলা হয়েছিল।
আরও পড়ুন: Fact Check: দুর্ভিক্ষ-হাহাকার পাকিস্তানে, বাটি-গামলা নিয়ে খাবার নেবার লম্বা লাইন!

এই সূত্র ধরে সার্চ করে এনডিটিভি-র একটি ১৭ মার্চের খবর পাওয়া যায়। সেই খবর অনুযায়ী, সোমবার সন্ধ্যেয় তুলসী গ্যাবার্ডের সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদী।
এরপর শেখ হাসিনার অংশটি গুগল লেন্সে সার্চ করা হলে তাঁর একই পোশাকে একই ভাবে চেয়ারের অন্য় দিকে বসে থাকার ছবি পিআইবি-র ওয়েবসাইটেই পাওয়া যায়। ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর এই ছবি প্রকাশ করে লেখা হয় যে, ছবিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার একটি দ্বিপাক্ষিক বৈঠকের দৃশ্য।

ছবিটি পর্যবেক্ষণ করলে স্পষ্ট হয়ে যায় যে এখানে শেখ হাসিনার অংশটি কেটে তুলসী গ্যাবার্ডের সঙ্গে মোদীর বৈঠকের ছবির উপর মোদীর জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। এক থেকেই স্পষ্ট হয়ে যায় যে হাসিনার সঙ্গে তুলসী গ্যাবার্ডের সাক্ষাতের দাবিতে ভাইরাল হওয়া ছবি ও বক্তব্য দুই অসত্য।
এই খবরটি শক্তি কালেক্টিভের অংশ হিসাবে প্রথমে ইন্ডিয়া টুডে দ্বারা প্রকাশিত হয়েছিল, পরবর্তীতে ট্রাইব টিভি বাংলার দ্বারা প্রকাশিত হয়েছে। এই খবরটির হেডলাইন ও সারসংক্ষেপ বাদে বাকি খবর ট্রাইব টিভি বাংলার কর্মীরা সম্পাদনা করেনি।