Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে পরাজয়ের কয়েক মাস পর, এনসিপির (শারদচন্দ্র পাওয়ার) নেতা এবং অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদকে (Fahad Ahmad) দলের যুব শাখার জাতীয় সভাপতি নিযুক্ত করা হয়েছে।
শরদ পওয়ারের অনুমোদনে দায়িত্ব পেলেন স্বরা ভাস্করের স্বামী (Fahad Ahmad)
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমদ-কে (Fahad Ahmad) ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদচন্দ্র পওয়ার গোষ্ঠী)-র যুব শাখার সর্বভারতীয় সভাপতি করা হয়েছে।
শরদ পওয়ার ও সুপ্রিয়া সুলের অনুমোদন (Fahad Ahmad)
এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী)-র পক্ষ থেকে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে (Fahad Ahmad), “জিতেন্দ্র অহওয়াড়ের সুপারিশের ভিত্তিতে এবং শরদ পওয়ার ও সুপ্রিয়া সুলের অনুমোদনের পর, আপনাকে (ফাহাদ আহমদ) ন্যাশনালিস্ট ইয়ুথ কংগ্রেস (শরদচন্দ্র পওয়ার) দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে নিযুক্ত করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।”
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর নতুন দায়িত্ব
২০২৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে শরদ পওয়ারের এনসিপি-র টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ফাহাদ আহমদ। তবে তিনি অজিত পওয়ার গোষ্ঠীর নেতা নবাব মালিকের কন্যা সানা মালিকের কাছে পরাজিত হন। নির্বাচনের মাত্র দুই দিন আগে শরদ পওয়ারের দল ফাহাদ আহমদকে প্রার্থী ঘোষণা করে। তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন অনুশক্তি নগর আসনে, যেখানে সানা মালিক একাধিকবার জয়ী হয়েছেন।
আরও পড়ুন: Mahua Moitra: তৃণমূলের মেগা সমাবেশে বিতর্কে জড়ালেন মহুয়া, অখিল!
৩,৩৭৮ ভোটে পরাজিত ফাহাদ আহমদ
এই নির্বাচনে ফাহাদ আহমদ পেয়েছিলেন ৪৫,৯৬৩ ভোট। অপরদিকে সানা মালিক ৪৯,৩৪১ ভোট পান এবং ৩,৩৭৮ ভোটের ব্যবধানে জয়ী হন।
ইভিএম কারচুপির অভিযোগ
পরাজয়ের পর, ৪৬ বছর বয়সী রাজনীতিবিদ ফাহাদ আহমদ বিজেপির বিরুদ্ধে ভোট গণনায় কারচুপির অভিযোগ তোলেন এবং পুনরায় গণনার দাবি জানান। তিনি বলেন, “অনুশক্তি নগরে ১৭ রাউন্ড গণনার পর পর্যন্ত আমি এগিয়ে ছিলাম। কিন্তু ইভিএম-এ গরমিল দেখা গিয়েছে। যেসব মেশিনের ব্যাটারি চার্জ ৯৯ শতাংশ ছিল, সেখানে সানা মালিক এগিয়ে ছিলেন। আর যেসব মেশিনের ব্যাটারি কম ছিল, সেখানে তিনি পিছিয়ে ছিলেন।”
আরও পড়ুন: Suvendu Adhikari: মমতার বিরুদ্ধে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন শুভেন্দু!
স্বরা ভাস্কারের প্রতিক্রিয়া
ফাহাদ আহমদের স্ত্রী স্বরা ভাস্কর, যিনি বিজেপির বিরুদ্ধে বরাবর কড়া অবস্থান নিয়েছেন, তিনিও ইভিএম নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “যেসব ইভিএম সারাদিন ব্যবহার হয়েছে, সেগুলোতে ৯৯ শতাংশ ব্যাটারি চার্জ কীভাবে থাকে? কেন সব ৯৯ শতাংশ ব্যাটারি চার্জ থাকা মেশিন বিজেপি ও তার মিত্রদের পক্ষেই ভোট দেয়?”
সপা ছেড়ে এনসিপি-তে যোগ
একসময় অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির যুব নেতা ছিলেন ফাহাদ আহমদ। তবে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের দুই মাস আগে তিনি শরদ পওয়ারের এনসিপি-তে যোগ দেন।