ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কপাল চাপড়ে হাউহাউ করে কেঁদে ফেললেন সাংসদ। সঙ্গে বললেন, ‘বিচার না পেলে ইস্তফা দিয়ে দেব’। কিন্তু হঠাৎ করে কেন এমন কথা বললেন সাংসদ? ঘটনা উত্তরপ্রদেশের(Uttar Pradesh)। শনিবার অযোধ্যার পরিত্যক্ত একটি খাল থেকে উদ্ধার হয় এক দলিত মহিলার মৃতদেহ। এই ঘটনা প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে হাউ হাউ করে কান্নাকাটি জুড়ে দিলেন ফৈজাবাদে সমাজবাদী পার্টির (এসপি) সাংসদ অবধেশ প্রসাদ(Awadhesh Prasad)। বললেন, হে রাম, হে সীতা আপনারা কোথায়? অযোধ্যায় এই দিনও দেখতে হল?
অযোধ্যায় দলিত তরুণীর ধর্ষণ-খুন(Uttar Pradesh)
শনিবার উত্তরপ্রদেশের(Uttar Pradesh) অযোধ্যার একটি খাল থেকে তরুণীর দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার রাতে একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। তার পর থেকেই নিখোঁজ হয়ে যান। স্থানীয় সূত্রে খবর, তরুণীর নগ্ন দেহ উদ্ধার হয় খাল থেকে। তাঁর চোখ তুলে নেওয়া হয়েছিল। শরীরে একাধিক আঘাতের চিহ্ন। হাত-পা বাঁধা ছিল।
বৃহস্পতিবার রাত থেকেই নিখোঁজ নির্যাতিতা(Uttar Pradesh)
পুলিশি সূত্রে খবর, ধর্ষণের পর খুন করে সেই নির্যাতিতার দেহ উত্তরপ্রদেশের(Uttar Pradesh) অযোধ্যার একটি খালের মধ্যে ফেলে দিয়ে চলে যায় অভিযুক্ত। বৃহস্পতিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন নির্যাতিতা। পরিবার তরফে থানায় দায়ের করা হয়েছিল অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছিল পুলিশ। কিন্তু যতক্ষণে তার হদিশ মেলে, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায়। খাল থেকে উদ্ধার হয় নির্যাতিতার দেহ।
আরও পড়ুন: Budget 2025 Jewellery Price: নির্মলার চমক, কমছে গয়নার দাম, অপেক্ষা মাস দুয়েকের
তরুণীর ধর্ষণ-খুনে হাউহাউ করে কাঁদলেন সাংসদ
অযোধ্যা নগরীতে দলিত তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনা। সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন সাংসদ। আর সেখানেই এই প্রসঙ্গ তুলে কাঁদতে শুরু করেন। তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন দলেরই এক নেতা। অবধেশের সংসদীয় এলাকায় পড়ে অযোধ্যা। তিনি বলেন, ‘‘আমাকে দিল্লি যেতে দিন। লোকসভায় বিষয়টি (প্রধানমন্ত্রী) মোদির সামনে উত্থাপন করব। যদি বিচার না পাই, তা হলে সাংসদ পদ ছেড়ে দেব। ঘরের মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ আমরা। অযোধ্যায় এ দিনও দেখতে হল!’’ এ কথা বলেই কাঁদতে শুরু করে দেন সাংসদ অবধেশ।
আরও পড়ুন: Budget 2025: নয়া বাজেটে নয়া চমক, ছাড় আয়করে, ছাড় এফডি-টিডিএসে-ও
উপনির্বাচনের আগে অযোধ্যানগরীতে উত্তপ্ত রাজনীতি
হাতে আর কয়েক দিন। আগামী ৫ ফেব্রুয়ারি মিল্কপুর বিধানসভা আসনে উপনির্বাচন। অবধেশ ফৈজাবাদের সাংসদ হওয়ার পর এই বিধানসভা আসন শূন্য হয়ে যায়। এই আসনে জেতার জন্য কোমর বেঁধে নেমেছে সমাজবাদী পার্টি এবং বিজেপি দু’পক্ষই। নির্বাচনের আগেই অযোধ্যায় দলিত তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনায় রাজনীতির উত্তাপ বাড়তে শুরু করেছে।অযোধ্যানগরীতে এমন ঘটনা অভিপ্রেত নয়, এই দাবি তুলে প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছে এসপি।