ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়ায় কর্মরত এক যুবকের সঙ্গে (Fake Marriage Case) অনলাইনে লুডো খেলে পরিচয় হয়েছিল উত্তরপ্রদেশের বাসিন্দা জ্যোতি শুক্লের। সেখান থেকেই প্রেম তারপর বিয়ের সিদ্ধান্ত।
‘২৩ সালে বিয়ে (Fake Marriage Case)
২০২৩ সালের ৬ মে ভারতে এসে জ্যোতিকে বিয়ে করেন (Fake Marriage Case) অনিকেত শর্মা। বিয়ের পর মধুচন্দ্রিমায় বের হওয়ার তিন দিন পর, যুবক জানায়, অফিসের কাজে তাকে অস্ট্রেলিয়া ফিরতে হবে।
সম্পর্কে ফাটল (Fake Marriage Case)
এরপর থেকেই অনিকেত নানা অজুহাতে জ্যোতিকে এড়িয়ে যেতে শুরু করে। সেপ্টেম্বরে ট্যুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়া গিয়ে জ্যোতি জানতে পারেন, অনিকেত আগে থেকেই বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এই তথ্য জানার পর, জ্যোতি অনিকেতের বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করলে তারা তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন।
আরও পড়ুন: Droupadi Murmu: ছত্তীশগঢ়ে মাওবাদী দমন অভিযান চুড়ান্ত পর্যায়ে, বার্তা দ্রৌপদীর
করা হয় মারধর
শেষ চেষ্টা হিসেবে পঞ্জাবে অনিকেতের বাড়িতে গেলে, সেখানে জ্যোতিকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। জ্যোতি এখন অনিকেত ও তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তার এই অভিযোগের মধ্যে রয়েছে শারীরিক হেনস্থা, পণ দাবির অভিযোগ এবং প্রতারণার কথা।
পুলিশের তদন্ত
পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনা মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে কিভাবে মানুষ প্রতারণার শিকার হচ্ছে এবং মানুষের কাছে সম্পর্কের মূল্য কমতে শুরু করেছে।