ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতা পুলিশের সাইবার শাখা ভুয়ো সিম কাণ্ডে (Fake SIM Scam) আরও দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে ১২৭৪টি চালু সিম এবং তিনটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উদ্ধার করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষ থেকে শুরু করে এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত মোট দশজনকে গ্রেফতার করা হয়েছে।
আটক এক যুবক (Fake SIM Scam)
পুলিশ সূত্রে জানা গেছে, গত মাসে গ্রেফতার হওয়া (Fake SIM Scam) ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তিলজলা থানা এলাকায় আরও এক অভিযুক্তের সন্ধান পান তদন্তকারীরা। এরপর সোমবার পুলিশের সাইবার শাখার একটি দল তিলজলা এলাকায় অভিযান চালায়। সেখানে পিকনিক গার্ডেন রোড থেকে শুভেন্দু গায়েন নামে এক যুবককে আটক করা হয়।
বাজেয়াপ্ত স্ক্যানার (Fake SIM Scam)
ধৃত শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ, তিনি সিম সংযোগের (Fake SIM Scam) কাজ করতেন। গ্রাহকদের নথি হাতিয়ে নিয়ে কিংবা ভুয়ো নথি ব্যবহার করে মোবাইল সিম সংযোগের কাজ করতেন। এরপর এই সিমগুলি তিনি প্রতারকদের কাছে বিক্রি করতেন মোটা টাকার বিনিময়ে। পুলিশ তার কাছ থেকে ১২২২টি চালু সিমকার্ড, নগদ ১ লক্ষ ৯৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বাজেয়াপ্ত করেছে।
আরও পড়ুন: Bhawani Bhawan: রাজ্য পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর নতুন ইউনিট
উদ্ধার কী কী?
শুভেন্দুর গ্রেফতারির পর, তাকে জেরা করে পুলিশ গিরিশ পার্ক থানার বিধান সরণিতে আরও এক অভিযুক্তের সন্ধান পায়। জানা যায়, শুভেন্দুর কাছে থেকে সিমগুলি নেওয়ার কথা ছিল জিতেন্দ্র আগরওয়াল নামে এক ব্যক্তির। পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্তকে ধরার জন্য ফাঁদ পেতেছিল। অভিযুক্তের মোবাইলের দোকান রয়েছে, যা পুলিশের জন্য একটি কৌশলগত সুবিধা ছিল। সোমবার রাতে জিতেন্দ্রকেও গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫২টি সিল করা সিমকার্ড, দুইটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, নগদ সাড়ে ৪৩ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়।

আদালতে পেশ করা হবে কাল
গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি, কলকাতা পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছিল। ভুয়ো সিম কাণ্ডের জন্য পুলিশের এই তৎপরতা ক্রমেই বেড়ে চলেছে। এই ঘটনার মাধ্যমে সাইবার অপরাধের জাল যে কতটা বিস্তৃত, তা স্পষ্ট হচ্ছে। এভাবে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে শহরের নিরাপত্তা বৃদ্ধি করতে চায় কলকাতা পুলিশ। ধৃতদের আগামীকাল আদালতে পেশ করা হবে এবং পুলিশ আশা করছে, এই ঘটনার মাধ্যমে আরও বিস্তারিত তথ্য উদ্ঘাটিত হবে।