ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইসরোর স্যাটেলাইট লঞ্চ করল এলন মাস্কের সংস্থা স্পেস এক্স! সোমবার মধ্যরাতে ফ্লোরিডার ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে, ফ্যালকন ৯ রকেটে করে উৎক্ষেপণ করা হয় ‘জিস্যাট-এন২’ (GSAT-N2)। এই প্রথম কোনও ভারতীয় উপগ্রহ মহাকাশে পাঠাল মার্কিন সংস্থাটি। মহাকাশে পাড়ি দিল ইসরোর অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ ‘জিস্যাট-এন২’। এলন মাস্কের স্পেস এক্স সংস্থার ‘ফ্যালকন ৯’ রকেটে চড়ে মহাকাশে যাত্রা করল ‘জিস্যাট-এন২’। ভারতীয় সময় সোমবার মধ্যরাতে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে এটি উৎক্ষেপণ করা হয়। যাত্রাপথে সময় লেগেছে মাত্র ৩৪ মিনিট।
ইসরোর তরফে জানানো হয়েছে, এই উপগ্রহ ১৪ বছর কর্মক্ষম থাকবে। মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এই অত্যাধুনিক উপগ্রহের সফল উৎক্ষেপণ দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। চলতি বছরে ৩ জানুয়ারি ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড, এলন মাস্কের স্পেস এক্সের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করে।
আরও পড়ুন: https://tribetv.in/raiganj-university-cag-report-find-huge-corruption/
এ পর্যন্ত ভারতের সবচেয়ে শক্তিশালী রকেটটি হল ‘লঞ্চ ভেহিকল মার্ক ৩’। সেই রকেটের সাহায্যে এর আগে ইসরো একক ভাবে বিভিন্ন বড় বড় কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে। সেটি সর্বোচ্চ ৪০০০ কেজি ওজনের কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কক্ষপথে বয়ে নিয়ে যেতে পারে। কিন্তু অত্যাধুনিক এই জিস্যাট-এন ২ স্যাটেলাইটের ওজন এবং তার যেখানে গন্তব্য, তা উৎক্ষেপণের মতো রকেট ভারতে নেই। সে জন্যই এই স্যাটেলাইট লঞ্চের জন্যে মার্কিন সংস্থার সঙ্গে হাত মেলায় ইসরো।
এই উপগ্রহের কাজ হল, দেশের ব্রডব্যান্ড পরিষেবা এবং উড়ানে ইন্টারনেটের সংযোগ আরও উন্নত করা। ভারতের প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনবে এই উপগ্রহ। এমনটাই মত বিজ্ঞানী মহলের। ইসরো সূত্রের খবর, এই উপগ্রহটির ওজন ৪ হাজার ৭০০ কিলোগ্রাম। এর মাধ্যমে সহজেই অনেক বেশি পরিমাণ ডেটা কম সময়ে ট্রান্সফার করা যাবে। প্রতি সেকেন্ডে প্রায় ৪৮ জিবি গতিতে কাজ করা যেতে পারে এই স্যাটেলাইটের ফলে।
আরও পড়ুন: https://tribetv.in/russia-ukraine-war-escalate-by-joe-biden/
আরও পড়ুন: https://tribetv.in/joe-biden-miss-family-photo-in-g20-summit-in-brazil/
স্যাটেলাইটটিতে একাধিক লিথিয়াম আয়ন ব্যাটারি ও একটি উন্নত মানের এওসিএস সিস্টেম রয়েছে। অত্যাধুনিক এই উপগ্রহে একাধিক রশ্মি থাকার কারণে ভারতের বিভিন্ন অঞ্চলে একই সময়ে একসঙ্গে পরিষেবা মিলবে। দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও পরিষেবা দেবে এই উপগ্রহ। স্পেস এক্সের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, মহাকাশে নিজের গন্তব্যে সফল ভাবে পৌঁছে গিয়েছে ভারতীয় স্যাটেলাইট জিস্যাট-এন২।