ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বছরের ১২ মাসে ১২টি অমাবস্যা তিথি(Falgun Amavasya 2025)। প্রতিটি অমাবস্যাতেই পূর্বপুরুষদের নামে তর্পণ, পুজো, দান করার রীতি রয়েছে। এর ফলে প্রয়াত পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। এর মধ্যে ফাল্গুন মাসের অমাবস্যা তিথি বিশেষ মাহাত্ম্যপূর্ণ। মহাশিবরাত্রির পরের দিন ফাল্গুন অমাবস্যা পালিত হয়। আজ ২৭ ফেব্রুয়ারি ফাল্গুন আমাবস্যা। জানুন এইদিন কী করা শুভ।
কোন সময় অমাবস্যা তিথি (Falgun Amavasya 2025)
বৃহস্পতিবার অমাবস্যা(Falgun Amavasya 2025) পড়বে সকাল ৮টা ৫৪ মিনিটে এবং ফাল্গুন অমাবস্যা শেষ হবে ২৮ ফেব্রুয়ারি সকাল ৬টা ১৪ মিনিটে। অমাবস্যার যাবতীয় বিধি-আচার আজকেই পালন করতে হবে।

গঙ্গাস্নান অত্যন্ত শুভ (Falgun Amavasya 2025)
ফাল্গুন অমাবস্যায় গঙ্গাস্নান অত্যন্ত শুভ। বিশেষ করে যদি আপনি এই দিনে হরিদ্বারের গঙ্গায় স্নান করতে পারেন, তাহলে মহাকুম্ভে অমৃতস্নান করার সমান পূণ্য লাভ করবেন। হরিদ্বারের গঙ্গায় স্নান সেরে ধর্মীয় রীতি-আচার পালন করুন। হরিদ্বারেই গঙ্গা প্রথম পাহাড় থেকে সমতলে নামে। যে চারটি জায়গায় কুম্ভমেলা আয়োজিত হয়, তার মধ্যে অন্যতম হল হরিদ্বার। ফাল্গুন অমাবস্যায় হরিদ্বারের হর কি পৌরি ঘাটে স্নান করে পুজো করলে আপনি জীবনের সব বাধা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন।

আরও পড়ুন: Planetary Parade: এক সারিতে সাত গ্রহ, মিস করলেই অপেক্ষা ৪০ বছরের!
দরিদ্রকে যথাসাধ্য সাহায্য
ফাল্গুন অমাবস্যায় সম্ভব হলে আপনি বাড়ির কাছে গঙ্গা থাকলে সেখানেও স্নান করতে পারেন। সেটাও সম্ভব না হলে কাল স্নানের জলে একটু গঙ্গাজল মিশিয়ে স্নান করুন। মন থেকে নিজের ইষ্টদেবতাকে স্মরণ করুন ও দরিদ্রকে যথাসাধ্য সাহায্য করুন। এর ফলে ঈশ্বরের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে। জীবনের বিভিন্ন বাঁধা থেকে মুক্ত হবেন আপনি।